দিল্লিতে বাংলাদেশের বিরুদ্ধে সিরিজের প্রথম ম্যাচ নিয়ে কাঁটাছেঁড়া এখনও
অব্যাহত। অধিনায়ক রোহিত শর্মা নিজেই খারাপ ফিল্ডিংয়ের কথা জানিয়েছেন। তবে ঋষভ পন্থ
এবং খলিল আহমেদ পাশে অধিনায়ক সহ পুরো টিমই দাঁড়িয়েছে। কিন্তু এত কিছুর পরও পন্থের
পারফরম্যান্স নিয়ে বারবার প্রশ্ন উঠতে শুরু করেছে। হয়তো টিম ম্যানেজমেন্ট ভারতের
ডু অর ডাই ম্যাচে সঞ্জু স্যামসনকে খেলালে অবাক হওয়ার কিছু থাকবে না। তবে খাঁড়া
ঝুলছে খলিল আহমেদের উপর রাজকোট ম্যাচে খলিল আহমেদের পরিবর্তে শার্দুল ঠাকুরকে
প্রথম একাদশে দেখা যেতে পারে। আর শিবম প্রথম ম্যাচে ব্যর্থ হলেও টিম ম্যানেজমেন্ট
ভবিষ্যতের কথা ভেবে তাঁকে প্রথম একাদশে রাখবে বলেই বিশেষজ্ঞদের মত।
অন্যদিকে, সিরিজ বাঁচানোর ম্যাচেও জোড়া রেকর্ডের সামনে বর্তমান ভারত অধিনায়ক রোহিত শর্মা। আগের ম্যাচের ধোনির ৯৮ ম্যাচের রেকর্ড ভেঙেছেন রোহিত। আর রাজকোট ম্যাচে শাহিদ আফ্রিদির ৯৯টি টি২০ ম্যাচ খেলার রেকর্ড ভাঙতে চলেছেন হিটম্যান। বাংলাদেশের বিরুদ্ধে টি২০ সিরিজে সবচেয়ে বেশি টি২০ ম্যাচ অর্থাত ১০০তম ম্যাচ খেলতে চলেছেন মুম্বইকর। তবে সবচেয়ে বেশি টি টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক শোয়েব মালিক। তাঁর নামের পাশে লেখা রয়েছে ১১১টি টি টোয়েন্টি ম্যাচ। আবার টি২০-তে সব ধরনের ম্যাচ মিলিয়ে রায়নার যা রান সংখ্যা সেই রান টপকে দ্বিতীয় স্থানে উঠতে পারেন রোহিত শর্মা। তাই রাজকোট ম্যাচ রোহিত শর্মার কাছে জোড়া রেকর্ড ভাঙার ম্যাচও বটে।