বিসিসিআই সভাপতি হওয়ার পরই একাধিক সিদ্ধান্ত নিয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। তার মধ্যে যেমন প্রথম শ্রেণীর ক্রিকেটে ম্যাচ ফি বাড়ানো, তেমনি দেশে প্রথম দিন-রাতের টেস্ট করানোর মতো সিদ্ধান্ত। টেস্ট ক্রিকেটকে আরও আকর্ষণীয় করতে দিন-রাতের টেস্চট ম্যাচ ছিল সৌরভের কাছে অন্যতম সিদ্ধান্ত। এ বিষয়ে ভারত অধিনায়ক বিরাট কোহলির সঙ্গে কথা বললে মাত্র তিন সেকেন্ডে বিরটা ইয়েস বলেছিলেন বলে জানান সৌরভ গঙ্গোপাধ্যায়। ২২ নভেম্বর কলকাতার ইডেনে হতে চলেছে সেই ঐতিহাসিক টেস্ট ম্যাচ। ভারত-বাংলাদেশের এই টেস্ট ম্যাচ খেলা হবে গোলাপি বলে। তবে নভেম্বরের শেষের দিকে শিশির ফ্যাক্টরের কারণে সময় বদল হয়েছে টেস্ট ম্যাচের। জেনে নেওয়া যাক গোলাপি বলের টেস্টে হাফ ডজন আপডেট –

 

৬) ইন্দোরে টেস্ট ম্যাচের প্র্যাকটিসেও গোলাপি বলে থ্রো ডাউন করেছে ভারতীয় দল

 

৫) এনসিএ-তে আজিঙ্কে রাহানে, চেতেশ্বর পূজারা, মায়াঙ্ক আগারওয়াল এবং মহম্মদ শামি প্র্যাকটিস করেছেন রাহল দ্রাবিড়ের সামনেই

 

৪) দলীপে গোলাপি বলে এর আগে খেলেছেন ঋদ্ধিমান সাহা, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলিরা

 

৩) প্রথমে ইডেনে দিন-রাতের টেস্ট শুরু হওয়ার কথা ছিল দুপুর ১:৩০-এ৷ কিন্তু নভেম্বরের শেষ দিকে কলকাতায় প্রচুর শিশির পড়ে৷ তাই টেস্ট শুরুর সময় আরও একটু এগিয়ে আনা হয়েছে৷

 

২) দুপুর দেড়টার পরিবর্তে ইডেনে প্রতিদিনের খেলা ১ টায় শুরু করার জন্য বোর্ডের অনুমতি চায় সিএবি৷ সম্মতি দিয়েছে বিসিসিআই-ও৷

 

১) সূত্রের খবর, ম্যাচ শুরু হবে দুপুর ১টায়৷ প্রথম সেশন- দুপুর ১টা থেকে দুপুর ৩টে৷ দ্বিতীয় সেশন- দুপুর ৩:৪০ থেকে  বিকেল ৫:৪০ পর্যন্ত৷ আর শেষ সেশন হবে সন্ধে ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত৷


যে মেমেমন্টোটি ওই দিন দেওয়া হবে সেটি এই ছবিটি

Find out more: