শনিবার ম্যাচ শেষে একটা প্রশ্নই বারবার উঠছিল, কতক্ষণ লড়াই চালাতে পারবে বাংলাদেশ। একে তো রবিবার তাই সকাল থেকেই গ্যালারি ভর্তি হতে শুরু করেছিল। কিন্তু বাংলাদেশের ইনিংস স্থায়ী হলো মাত্র ৪২ মিনিট। আর এই গোলাপি বলে ইডেন টেস্ট জেতার সঙ্গে সিরিজও জিতে নিল টিম ইন্ডিয়া। এর ফলে টানা ৭ ম্যাচের সিরিজ জিতল ভারত।
This is #TeamIndia's 7 straight Test win in a row, which is our longest streak 🙌💪😎#PinkBallTest @Paytm pic.twitter.com/Lt2168Qidn
— BCCI (@BCCI) November 24, 2019
ম্যাচের দ্বিতীয় দিন ১৫২ রানে ৬ উইকেটে শেষ করেছিল বাংলাদেশ। আর তৃতীয় দিন মাত্র ৪২ মিনিটে ১৯৫ রানে শেষ বাংলাদেশ। ভারত এক ইনিংস এবং ৪৬ রানে জিতে নিল দেশের মাটিতে প্রথম গোলাপি বলে দিন-রাতের টেস্ট ম্যাচ। পরিস্থিতি যা ছিল তাতে দ্বিতীয় দিনেই শেষ হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছিল। কিন্তু মুশফিকুর রহিম আর মাহমুদুল্লা সেই ভাঙন রোখে। কিন্তু ৩৯ রানে রিটায়ার্ড হার্ড হয়ে প্যাভিলিয়নে ফিরলে তৃতীয় দিনে আর ব্যাট করতে নামার মতো অবস্থায় ছিলেন না তিনি। তাই এদিন ৯ উইকেট পড়ে যেতেই জয় ছিনিয়ে নেয় ভারত। উমেশ যাদব পেলেন পাঁচ উইকেট আর ইশান্ত শর্মা পেলেন ৪ উইকেট। ভারতের মাটিতে টেস্ট ম্যাচে স্পিনাররা কোনও উইকেট পায়নি শুধু ফাস্ট বোলাররা উইকেট পেয়েছে এ ঘটনা বোধহয় সত্যিই বিরল। বলাবহুল্য টিম ইন্ডিয়ার পেস অ্যাটাক এখন যে কোনও টিমের ত্রাস।
ম্যান অফ দি ম্যাচ এবং ম্যান অফ দি সিরিজ হন ইশান্ত শর্মা। দুই ইনিংস মিলিয়ে ৯ উইকেট নেন তিনি।
9/78 from @ImIshant & it's all over in India's first-ever #PinkBallTest at Kolkata! 🏏
— Paytm (@Paytm) November 24, 2019
Here's Rudra Dalmia, Executive Director, @PaytmMall handing over a well-deserved Paytm Man of the Match to Ishant Sharma.#INDvBAN @BCCI pic.twitter.com/LvHUYxyTpa