ক্যারিবিয়ানদের বিরুদ্ধে সিরিজের আগেই ঋষভের রীতিমত পক্ষ নিয়ে বিরাট কোহলি বলেছেন ‘‘ঋষভ যদি একটা সুযোগ নষ্ট করে তা হলে  দর্শকদের ধোনি ধোনি বলে চিৎকার করাটা মোটেও ঠিক কাজ নয়। এটা এক জন ক্রিকেটারের প্রতি মোটেও সম্মান প্রদর্শন করা নয়।’’

পন্থের দিকে উড়ে আসা বিদ্রুপ প্রসঙ্গে ভারত অধিনায়কের একেবারে বিপরীত মেরুতে অবস্থান করছেন ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়।

তাঁর মতে, এই ধরনের চাপ তরুণ ক্রিকেটারের জন্য ভালই বলতে হবে। কারণ ব্যাখ্যা করে সৌরভ বলেছেন, ‘‘আমার মতে চাপ সামলানোর উপায় জানাটা জরুরি। গত বছর ঋষভ দিল্লির প্রাধন প্লেয়ার ছিল। ভরা স্টেডিয়ামের সামনে খেলার অভিজ্ঞতা রয়েছে ঋষভের। আমি যদি বিরাটের জায়গায় থাকতাম, তা হলে ঋষভকে পরামর্শ দিয়ে বলতাম, এগুলো শুনে সাফল্যের রাস্তা নিজেই খুঁজে বের করো। এটা সবারই মনে রাখা দরকার, মহেন্দ্র সিংহ ধোনির মতো ক্রিকেটার একবারই আসে। ধোনি হয়ে উঠতে ১৫ বছর সময় লেগেছিল ওর। আজ ধোনি যে জায়গায় পৌঁছেছে, সেখানে পৌঁছতে পন্থেরও ১৫ বছর লাগবে।’’ 

অস্ট্রেলিয়া, ইংল্যান্ডে গিয়ে সেঞ্চুরি করেছিলেন পন্থ। তার পর ব্যাট হাতে সে ভাবে নিজেকে মেলে ধরতে পারেননি বাঁহাতি। তার জন্য সমালোচনা ধেয়ে এসেছে পন্থের দিকে। সৌরভ বলছেন, ‘‘অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডে গিয়ে সেঞ্চুরি করে বিশ্বক্রিকেটে আলোড়ন তৈরি করেছিল পন্থ। খুব বেশি ভারতীয় উইকেট কিপার এ ভাবে খেলেনি। তবে এই পর্বটা খুব গুরুত্বপূর্ণ। এখন পন্থ চাপে রয়েছে। এই চাপ সামলাতে হবে পন্থকেই। চাপ কাটিয়ে ওঠার উপায় বের করতে হবে নিজেকেই।’’

ক্রিকেট মাঠের লড়াইটা একজন ক্রিকেটারকে একাই লড়তে হয়। গ্যালারি থেকে উড়ে আসা বিদ্রুপ, কটাক্ষের জবাব পন্থকে দিতে হবে একাই। 

 

 

Find out more: