টি ২০ সিরিজের পর এবার ওয়ান ডে সিরিজ। টি২০-তে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে ভারত আর ওয়েস্ট ইন্ডিজের মধ্যে। তবে তিন ম্যাচের সিরিজে যে দুটি ম্যাচ ভারত জিতেছিল সেখানে কথা বলেছে অধিনায়ক বিরাট কোহলির ব্যাট। সিরিজ নির্ণায়ক ম্যাচে বিধ্বংসী কোহলি আর রোহিত-রাহুল ঝড়ে উড়ে গেল ওয়েস্ট ইন্ডিজ। ৬৭ রানে ম্যাচ জিতে সিরিজও জিতে নিল টিম ইন্ডিয়া।
টস জিতে ভারতকে প্রথমে ব্যাট করতে পাঠায় ওয়েস্ট ইন্ডিজ। ব্যাট করতে নেমে শুরু থেকেই আক্রমণের রাস্তা নেন রোহিত-লোকেশ। ‘হিটম্যান’-এর ইনিংসে সাজানো ছিল ৬টি চার ও ৫টি ছক্কা। তাঁকে আউট করার পরে উইলিয়ামস ঠোঁটে আঙুল দিয়ে চুপ করানোর অঙ্গভঙ্গি করেন। রাহুল ৫৬ বলে করেন ৯১ রান। তিন নম্বরে নামেন ঋষভ পন্থ। সুযোগের সদ্ব্যবহার এদিনও করতে পারেননি তিনি। খাতা না খুলে ফিরে যান পন্থ। কোহালি ব্যাট করতে নেমে ধ্বংসলীলা চালান। ২৯ বলে ৭০ রানের বিধ্বংসী ইনিংস খেললেন ভারত অধিনায়ক বিরাট কোহালি।অল্পের জন্য সেঞ্চুরি পেলেন না লোকেশ রাহুল (৯১)। ঝড় তুলে ২০ ওভারে ভারত করল ৩ উইকেটে ২৪০ রান। জবাবে ব্যাট করতে নেমে ওয়েস্ট ইন্ডিজ থামে ৮ উইকেট হারিয়ে ১৭৩ রানে।
এবার দেখে নেওয়া যাক প্রথম ওয়ান ডে ম্যাচে ভারতের সম্ভাব্য একাদশ -
রোহিত শর্মা
কেএল রাহুল
বিরাট কোহলি
শ্রেয়াস আইয়ার
কেদার যাদব
ঋষভ পন্থ
শিবম দুবে
রবীন্দ্র জাদেজা
যজুবেন্দ্র চাহার
মহম্মদ শামি
শার্দুল ঠাকুর