ক্রিকেটের ‘বিগ থ্রি’ অর্থাৎ ভারত, অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডকে নিয়ে এবার হতে চলেছে সুপার সিরিজ। অনেক দিন ধরেই ক্রিকেট নিয়ামক সংস্থা অর্থাৎ আইসিসি’র সঙ্গে ‘বিগ থ্রি’র লভ্যাংশ নিয়ে গণ্ডগোল লেগেই রয়েছে। এবার সেই ‘বিগ থ্রি’-কে আরও অক্সিজেন দিতেই এই নতুন সিরিজ শুরু হতে চলেছে বলে ক্রিকেট মহলের ধারনা।
শুক্রবার কলকাতার এক বিলাসবহুল হোটেলের অনুষ্ঠান শেষে বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় জানান, খুব শীঘ্রই বিশ্ব ক্রিকেটের বিগ থ্রি-কে নিয়ে ওয়ান ডে সুপার সিরিজ হতে চলেছে। তবে এখনও ডেট ঠিক হয়নি। প্রতি বছর রোটেশন পদ্ধতিতে এই সিরিজ চলবে। তবে ত্রিদেশীয় নয়, এটা চার দেশীয় সিরিজ হবে।
অন্যদিকে রবিবার ক্যারিবিয়ানদেক বিরুদ্ধে সিরিজ নির্ণায়ক ম্যাচ। প্রথম ম্যাচে হারের পর দ্বিতীয় দুরন্ত ভাবে ঘুরে দাঁড়িয়েছে টিম ইন্ডিয়া। রোহিত শর্মা ব্যাট থেকে এসেছে ১৫৯ রানের ঝকঝকে ইনিংস। রাহুল শতরান পেয়েছেন। সেই সঙ্গে ঝোড়ো ব্যাটিংয়ে শ্রেয়সের ব্যাট থেকে অর্ধ শতরান ভারতকে বড় রানের দোড় গোড়ায় পৌঁছে দিয়েছিল। ঋষভ পন্থ অর্ধ শতরান না পেলেও দারুন খেলেছেন। বোলিংয়ে কুলদীপ যাদবের হ্যাট্রিক যেন এই চায়নাম্যানের জাত চিনিয়ে দিয়েছে। সব মিলিয়ে আত্মবিশ্বাসে ফুটছে টিম ইন্ডিয়া। তাই সিরিজের শেষ ম্যাচে ভারতের সম্ভাব্য একাদশ কেমন হতে পারে দেখে নেওয়া যাক-
রোহিত শর্মা
কেএল রাহুল
বিরাট কোহলি
শ্রেয়াস আইয়ার
কেদার যাদব
ঋষভ পন্থ
শিবম দুবে
রবীন্দ্র জাদেজা
কুলদীপ যাদব
মহম্মদ শামি
শার্দুল ঠাকুর