ডু অর ডাই ম্যাচে অপ্রতিরোধ্য রোহিত শর্মা। ১১৯ রানে অসাধারণ ইনিংস খেলে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের শেষ ম্যাচে ভারতকে জয়ের দোরগড়ায় দাঁড় করিয়ে দেন হিটমযান রোহিত শর্মা। সেই সঙ্গে করলেন আরও একটি রেকর্ড। সৌরভ গঙ্গোপাধ্যায়কে পেছনে ফেলে তিনি তৃতীয় দ্রুততম হিসেবে একদিনের ক্রিকেটে ৯,০০০ রান পূর্ণ করেছেন তিনি। ২১৭ ইনিংস খেলে ৯০০০ একদিনের রানের মালিক হন তিনি। সৌরভ এই কৃতিত্ব অর্জন করেছিলেন ২২৮ ইনিংস খেলে। সবচেয়ে কম ১৯৪ ইনিংসে দ্রুততম ৯০০০ ODI রানের রেকর্ড করেন বিরাট। এই এলিট লিস্টে দ্বিতীয় স্থানে রয়েছেন দক্ষিণ আফ্রিকার এবি ডিভিলিয়ার্স (২০৫ ইনিংস)। সচিন তেন্ডুলকরের লেগেছিল ২৩৫ ইনিংস, ব্রায়ান লারার লাগে ২৩৯ ইনিংস। এ ছাড়াও মহম্মদ আজহারউদ্দিন, সচিন, সৌরভ, রাহুল দ্রাবিড়, মহেন্দ্র সিং ধোনি ও বিরাট কোহলির পর সপ্তম ভারতীয় হিসেবে ৯০০০ ক্লাবের সদস্য হলেন ৩২ বছরের ক্রিকেটার।