২০১৩ সালে অবসর নিয়েছেন সচিন তেণ্ডুলকর। কিন্তু তাঁকে ব্যাট হাতে ফের নামতে দেখতে এখনও প্রতীক্ষায় ক্রিকেট প্রেমীরা। সেই অসম্ভবই এবার সম্ভব হতে চলেছে। নিজের দেশের মাটিতেই ব্যাট হাতে নামতে চলেছেন মাস্টার ব্লাস্টার। ৭ মার্চ মুম্বইতে খেলতে নামবেন সচিন। মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ম্যাচ হবে। রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজের ম্যাচ এটি। এই সিরিজে মোট এগারোটি ম্যাচ হবে। চারটি ম্যাচ হবে নবি মুম্বইয়ের ডি ওয়াই প্য়াটেল স্টেডিয়ামে। ফাইনাল হবে ব্রেবোর্ন স্টেডিয়ামে। পুণেতে হবে একটি ম্যাচ। বাকি ম্যাচগুলি মুম্বইয়ের ওয়াংখেড়েতে আয়োজন করা হবে। ২০ মার্চ ভারতীয় ক্রিকেটের কিংবদন্তিরা খেলবেন অস্ট্রেলিয়ান লেজেন্ডসদের বিরুদ্ধে।
View this post on InstagramAmazing Cricketers 🏏 | Wonderful Friends | Noble Cause #BushfireCricketBash #BigAppeal