ওরা মানে বিশ্বের তাবড় মহিলা ক্রিকেটাররা৷ যাঁরা চলতি মাসের ২১ তারিখ থেকে বিশ্বযুদ্ধে নেমে পড়ছেন৷ আর এই লড়াইয়ের শেষ মার্চের ৮ তারিখ, নারীদিবসে৷
এই মুহূর্তে ক্রিকেটের সবচেয়ে জনপ্রিয় ফরম্যাট কুড়ি ওভারের খেলাতেই বিশ্বসেরা হওয়ার লড়াই চলবে ১৬ দিন ধরে৷ এবার প্রতিযোগিতার আয়োজক অস্ট্রেলিয়া৷ ক্যাঙারুদের দেশের আটটি স্টেডিয়ামে মুখোমুখি হবেন বিশ্বসেরা মহিলা ক্রিকেটাররা৷
আরও পড়ুন: রাজ্য স্কুলক্রীড়ার যোগাসনে সেরা কৃষ্ণনগরের বৃষ্টি
অস্ট্রেলিয়া এর আগের মহিলা টি-২০ বিশ্বকাপটি জেতে৷ এবার উদ্বোধনী ম্যাচে তাদের মুখোমুখি হবে ভারত৷ অস্ট্রেলিয়া ও ভারত-সহ মোট দশটি দল অংশ নিচ্ছে এবারের প্রতিযোগিতায়৷ থাইল্যান্ড এবার প্রথম মহিলাদের বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে৷
১০টি দলকে দু’টো গ্রুপে ভাগ করা হয়েছে৷ ভারত রয়েছে এ গ্রুপে৷ ওই গ্রুপের আরও চারটি দল হল-অস্ট্রেলিয়া, বাংলাদেশ, নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কা৷
ফলে এটাই মহিলাদের টি-২০ বিশ্বকাপের গ্রুপ অফ ডেথ বলা যায়৷ কারণ, বাংলাদেশ ছাড়া এখানে প্রত্যেকেই ফেবারিট৷ এছাড়া গ্রুপ-বি-এর ইংল্যান্ডও ভালো পারফর্ম করবে বলে বিশেষজ্ঞদের ধারণা৷
আরও পড়ুন: পরিসংখ্যান আইসিসির পক্ষে, তবে কি চারদিনের পথে টেস্ট ক্রিকেট
প্রতিটি গ্রুপ থেকে দু’টি করে দল সেমিফাইনালে যাবে৷ আগামী ৫ মার্চ সেমিফাইনাল ম্যাচ৷ তার পর ৮ মার্চ ফাইনাল৷
মেয়েদের টি-২০ বিশ্বকাপের প্রথম আসর বসেছিল ২০০৯ সালে৷ সেবার আয়োজক ছিল ইংল্যান্ড৷ ২০১৮ সালে শেষবার এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় ওয়েস্ট ইন্ডিজে৷ এবার মহিলাদের এই প্রতিযোগিতার সপ্তম আসর বসতে চলেছে৷
ছেলেদের বিশ্বকাপের মতো মহিলাদের টি-২০ প্রতিযোগিতাতেও বরাবর অস্ট্রেলিয়ার প্রাধান্য দেখা গিয়েছে৷ এখনও পর্যন্ত অস্ট্রেলিয়া এই প্রতিযোগিতা চারবার (২০১০, ২০১২, ২০১৪ ও ২০১৮) জিতেছে৷ প্রথমবার জিতেছিল ইংল্যান্ড৷
আরও পড়ুন: ১২ দিনেই মোহভঙ্গ, বিয়ে ভাঙলেন পামেলা অ্যান্ডারসন
২০১৬ সালে ভারতে বসেছিল মহিলাদের টি-২০ বিশ্বকাপের আসর৷ সেবার জয়ী হয় ওয়েস্ট ইন্ডিজ৷ ভারত গ্রুপ লিগে পঞ্চম স্থানে শেষ করে৷ এখনও পর্যন্ত ভারতের মেয়েরা তিনবার (২০০৯, ২০১০ ও ২০১৮) টি-২০ বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছতে পেরেছে৷
এবার অবশ্য স্মৃতি মান্ধানা, হরমনপ্রীতদের নিয়ে আশাবাদী ভারতীয় ক্রীড়াপ্রেমীরা৷ এই দল এবার অস্ট্রেলিয়ায় বিশ্বকাপ জিতবে বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা৷

Find out more:

icc