হাতে আর মাত্র কয়েকটা দিন৷ তার পরই শুরু হবে মহিলাদের বিশ্বকাপ৷ ২০-২০ ওভারের এই ফরম্যাটের উদ্বোধনী ম্যাচ আগামী রবিবার, ২১ ফেব্রুয়ারি, ২০২০৷ প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার মুখোমুখি হতে চলেছে আমাদের দেশের মেয়েরা৷
তাঁরাও এবার এবারের বিশ্বকাপের অন্যতম দাবিদার৷ গত কয়েক বছর ধরে ভারতীয় মহিলা ক্রিকেট দলের আন্তর্জাতিক আঙিনায় পারফরম্যান্স আগের তুলনায় অনেক ভালো৷ পাশাপাশি এবার দলে নতুন ও পুরনো মিলিয়ে বেশ কয়েকজন প্রতিভাধর ক্রিকেটার রয়েছেন৷
আরও পড়ুন: নারী দিবসেই বিশ্বসেরা হওয়ার সুযোগ ওদের সামনে
এবারের বিশ্বকাপে ভারতের অধিনায়ক হরমনপ্রীত কৌর৷ আর সহ-অধিনায়ক স্মৃতি মান্ধানা৷ দু’জনেই ভারতীয় দলের স্টার পারফরর্মার৷ মূলত এই দু’জনের দিকেই তাকিয়ে ভারতীয় ক্রীড়াপ্রেমীরা৷
এর সঙ্গেই রয়েছেন ১৫ বছরের কিশোরী শেফালি বর্মা৷ যিনি সম্প্রতি ব্যাট হাতে হইচই ফেলে দিয়েছেন বাইশ গজে৷ আর রয়েছেন ১৯ বছরের তরুণী জেমাইমা রডরিগেজ৷ যিনি ভারতের জার্সিতে ইতিমধ্যেই ৪৮টি ম্যাচ খেলে ফেলেছেন৷ ২০১৮ সালে টি-২০ বিশ্বকাপের দলেও তিনি ছিলেন৷ সেবারও তিনি ভালো পারফর্ম করেছিলেন৷
আরও পড়ুন: পেট্রল পাম্পে লক্ষাধিক টাকা খোয়ালেন তাপস পাল
বাংলার রিচা ঘোষও এবার জায়গা পেয়েছেন বিশ্বকাপ দলে৷ শিলিগুড়ির এই কিশোরীও ভালো পারফর্ম করবেন বলে আশা ক্রিকেট বিশেষজ্ঞদের৷
এবারের বিশ্বকাপ শেষ হবে ৮ মার্চ৷ নারী দিবসের দিন এবারের বিশ্বকাপের ফাইনাল৷ এবার প্রতিযোগিতার আয়োজক অষ্ট্রেলিয়া৷ ক্যাঙারুদের দেশের আটটি স্টেডিয়ামে মুখোমুখি হবেন বিশ্বসেরা মহিলা ক্রিকেটাররা৷
আরও পড়ুন: পুকুর পাড়ে অবহেলায় বেড়ে ওঠা শাকই ক্যান্সারের মোক্ষম ওষুধ
অস্ট্রেলিয়া ও ভারত-সহ মোট দশটি দল অংশ নিচ্ছে এবারের প্রতিযোগিতায়৷ ১০টি দলকে দু’টো গ্রুপে ভাগ করা হয়েছে৷ ভারত রয়েছে এ গ্রুপে৷ ওই গ্রুপের আরও চারটি দল হল-অস্ট্রেলিয়া, বাংলাদেশ, নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কা৷
ফলে এটাই মহিলাদের টি-২০ বিশ্বকাপের গ্রুপ অফ ডেথ বলা যায়৷ কারণ, বাংলাদেশ ছাড়া এখানে প্রত্যেকেই ফেবারিট৷ প্রতিটি গ্রুপ থেকে দু’টি করে দল সেমিফাইনালে যাবে৷ আগামী ৫ মার্চ সেমিফাইনাল ম্যাচ৷ তার পর ৮ মার্চ ফাইনাল৷
আরও পড়ুন: ১২ দিনেই মোহভঙ্গ, বিয়ে ভাঙলেন পামেলা অ্যান্ডারসন
এখনও পর্যন্ত ভারতের মেয়েরা তিনবার (২০০৯, ২০১০ ও ২০১৮) টি-২০ বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছতে পেরেছে৷ এবার অবশ্য স্মৃতি মান্ধানা, হরমনপ্রীতদের নিয়ে আশাবাদী ভারত৷ এবার এই দল বিশ্বকাপ জিতবে বলে মনে করছেন অনেকে৷
ভারতীয় দল- হরমনপ্রীত কৌর (অধিনায়ক), স্মৃতি মান্ধানা (সহ-অধিনায়ক), শেফালি বর্মা, জেমাইমা রডরিগেজ, ভেদা কৃষ্ণমূর্তি, তানিয়া ভাটিয়া (উইকেটরক্ষক), দীপ্তি শর্মা, শিখা পান্ডে, পূজা ভাস্ত্রাকর, পুনম যাদব, রাধা যাদব, অরুন্ধতি রেড্ডি, রাজেশ্বরী গায়কোয়াড়, রিচা ঘোষ৷

Find out more: