তিনি ত্রাতা। তিনিই ম্যাচ উইনার। তিনি ওয়েস্ট ইন্ডিজের বিধ্বংসী অলরাউন্ডার আন্দ্রে রাসেল। বিশ্ব জুড়ে টি২০ খেলেন তিনি। তবে জাতীয় দলের দরজা চোটের কারণে মাঝে মধ্যেই বন্ধ হয়ে যায়। জাতীয় দলের হয়ে গত বছর ওয়ানডে বিশ্বকাপ খেলেছিলেন রাসেল। তার পর দীর্ঘ সাত মাস তিনি জাতীয় দলের বাইরে। তবে মেয়ে হওয়ার পরই একের পর এক সুখবর পাচ্ছেন রাসেল। এভিন লুইস, খ্যারি পিয়েরে, শেরফান রাদারফোর্ড এবং রোমারিও শেফার্ডকে স্কোয়াড থেকে বাদ দেওয়া হয়েছে। শ্রীলঙ্কার বিরুদ্ধে ওয়েস্ট ইন্ডিজ স্কোয়াড জায়গা হলো আন্দ্রে রাসেলের।