বাংলাদেশে এশিয়া একাদশ বনাম বিশ্ব একাদশের ম্যাচে ভারত খেকে ৬ ক্রিকেটার নাম ঘোষণা করা হয়েছে। খেলতে পারেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে দুটি টি টোয়েন্টি ম্যাচ আয়োজন করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মার্চের ১৮ ও ২১ তারিখ এই দু’টি টি টোয়েন্টি ম্যাচ হবে ঢাকায়। মঙ্গলবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নাজমুল হাসান চূড়ান্ত দল না জানালেও, দু’টি দলের বেশ কয়েকজন তারকার নাম ঘোষণা করেছেন। লোকেশ রাহুলও একটি ম্যাচেই নামবেন বলে জানা গিয়েছে। ভারতের বাকি চার ক্রিকেটার— শিখর ধওয়ন, ঋষভ পন্থ, কুলদীপ যাদব এবং মহম্মদ শামি দু’টি ম্যাচই খেলবেন বলে খবর।