করোনা আতঙ্কের কারণে অন্ধাকারে আইপিএল। ইতিমধ্যেই ১৫ এপ্রিল পর্যন্ত স্থগিত লিগ। কিন্তু আইপিএল যদি না হয়, তাহলে অনেক টাকার ক্ষতি হবে বলে শোনা যাচ্ছে। সূত্রের খবর, প্রায় ৩,৮৬৯.৫ কোটি টাকা ক্ষতি হতে পারে। আইপিএল না হলে সম্প্রচার স্বত্ত্বে ক্ষতির পরিমান ৩,২৬৯.৫ কোটি টাকা। ম্যাচ পিছু প্রায় আড়াই কোটি টাকা করে ক্ষতির মুখে পড়বে। সেই সঙ্গে টিকিট বিক্রির টাকাও থাকছে। ইতিমধ্যেই আইপিএল এবছর হবে কি না সেই নিয়ে আলোচনা চলছে। সিদ্ধান্ত এখনও নেওয়া হয়নি। যদিও খেলা হলে কীভাবে এবং কোন পদ্ধতিতে হবে সে বিষয়ে আলোচনা চলছে। ইতিমধ্যেই মুম্বই ইন্ডিয়ান্স, কলকাতা নাইট রাইডার্স সহ আরও দু’টি ফ্র্যাঞ্চাইজি তাদের অনুশীলন বন্ধ করে দিয়েছিল।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 

All 8 Franchises strike a pose post the VIVO #IPLAuction 📸📸

A post shared by IPL (@iplt20) on

Find out more: