করোনা আতঙ্কে গৃহবন্দি সবাই। লকডাউনে ঘরবন্দি থেকে কেউ করছে নাচ আবার কেউ গান, আবার কেউ ঘরোয়া কাজে ব্যস্ত। আবার কেউ ছবি আঁকতেও ব্যস্ত। কিন্তু ক্রিকেট প্রেমীদের জন্য সুখবর। ফের বাইশ গজে ফিরতে চলেছেন এবি ডিভিলিয়ার্স। দক্ষিণ আফ্রিকার কোচ মার্ক বাউচারের কথায় উদ্বুদ্ধ হয়ে ফের আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার পরিকল্পনা করে ফেলেন এবি ডিভিলিয়ার্স। কিন্তু সেই সব পরিকল্পনায় জল ঢেলে দেয় মারণ ভাইরাস করোনা। এসব জল্পনার মাঝেই আবারও মুখ খুললেন ডিভিলিয়ার্স। তিনি বলেন, "দক্ষিণ আফ্রিকার হয়ে খেলার ইচ্ছে রয়েছে আমার। শুধু জাতীয় দলে ফেরা নয়, ক্রিকেট সাউথ আফ্রিকা আমাকে আবার নেতৃত্ব দিতে অনুরোধ করেছে।"

Find out more: