অবাক হবেন না। ভারতীয় ক্রিকেটের গ্রেটেস্টদের আরও এক কীর্তি আপনাদের সামনে আনছি। যাঁরা ভারতীয় ক্রিকেটকে পৌঁছে দিয়েছেন এক অন্য উচ্চতায়। এঁদের মধ্যে এক জন হলেন গড অফ ক্রিকেট যাঁকে বলা হয় তিনি সচিন তেণ্ডুলকর। যিনি শুধু ভারতের হয়েই বেশই ওয়ান ডে ম্যাচ খেলছেন এমনটা নয়, বিশ্বের সবচেয়ে বেশি ওয়ান ডে খেলা ক্রিকেটার তিনি। তার জন্য যে ডেডিকেশ এবং ফিটনেস প্রয়োদন সেটা দেখিয়েছেন ক্রিকেটের ঈশ্বর। ১৯৮৯ সালে আন্তর্জাতিক ক্রিকেটে পা রেখেছিলেন সচিন তেন্ডুলকর। ১৯৯০ সালের ২৫ এপ্রিল থেকে টানা আট বছর একটানা ১৮৫ ম্যাচ খেলেছিলেন মাস্টার ব্লাস্টার। এই সময়ে ৪০.৬১ গড়ে ৬,৬২০ রান করেছিলেন তিনি। এই সময়ে ১৫ সেঞ্চুরি করেছিলেন সচিন। আর শুধু ব্যাটসম্যান হিসেবেই নয়, বোলার হিসেবেও অবদান রেখেছিলেন সচিন। মিডিয়াম পেস ও স্পিন, দুই ধরনের বোলিংয়ে নিয়েছিলেন ৬২ উইকেট। নিয়েছিলেন ৬৫ ক্যাচও।
এরপর আসা যাক আরও এক জনের কথায়। যিনি এখনও ক্রিকেট খেলছেন। ক্রিকেট খেলছেন শুধু নয়, সেরা ফর্মে রয়েচেন তিনি। তিনি আর কেউ নন ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলি। বিরাট কোহালি টানা ১০২ ওয়ানডে ম্যাচে অংশ নিয়েছিলেন ২০১০ সালের ২৫ অগস্ট থেকে ২০১৪ সালের ৫ মার্চের মধ্যে। এই ম্যাচগুলোতে ৫৪.৮৪ গড়ে তিনি করেছেন ৪,৫৫২ রান। যার মধ্যে ছিল ১৭টা সেঞ্চুরি ও ২২ হাফ-সেঞ্চুরি।
এরপর যাঁর কথায় আসব তিনি প্রাক্তন ভারত অধিনায়ক এবং ক্রিকেট লেজেন্ড। তালিকায় বিরাট কোহালির উপরে আছেন মহম্মদ আজহারউদ্দিন। ১৯৯১ সালের ৬ ডিসেম্বর থেকে ১৯৯৭ সালের ৩ মে পর্যন্ত সময়ের মধ্যে টানা ১২৬ ওয়ানডে খেলেছিলেন হায়দরাবাদি। এই সময়ে ৩৮.১২ গড়ে ৩,৭৭৪ রান করেছিলেন তিনি