গত রবিবার আইপিএলের গভর্নিং কাউন্সিলের বৈঠকে জানিয়ে দেওয়া হয়েছিল, ভিভোই থাকছে প্রধান স্পনসর। তারপর থেকেই দেশের সবস্তরে চরম সমালোচনার মুখে পড়তে হয় বিসিসিআইকে। যেখানে দেশে জুড়ে চিনা দ্রব্য বয়কটের ডাক দেওয়া হচ্ছে সেখানে কী করে চিনা মোবাইল প্রস্তুতকারী সংস্থাকে আইপিএলে প্রধান স্পনসর রাখা হল। চারিদিক থেকে আইপিএল বয়কটের দাবি ওঠে। সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ঝড় উঠেছিল। চিনা সংস্থা ভিভোকে কেন আইপিএলের প্রধান স্পনসর রাখা হবে, তা নিয়ে বিতর্ক তীব্র হচ্ছিল। ঘরে বাইরে যেভাবে চাপ বাড়তে থাকছে তাতে বাধ্য হয়ে চাপে পড়ে আপাতত সরে সিদ্ধান্ত নিয়ে ফেলল ভিভো। চলতি বছর আইপিএলের প্রধান স্পনসর থাকছে না তারা। প্রসঙ্গত, গালওয়ান উপত্যকায় চীনা বাহিনীর সঙ্গে সংঘর্ষে ২০ জন ভারতীয় সেনা নিহত হওয়ার পর থেকেই চীনা পণ্য বর্জনের ডাক এ দেশ জুড়ে। সেই রেশ কাটতে না কাটতেই চিনা টাইটেল স্পনসরকে আইপিএল-এ রেখে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় গত রবিবারের গভর্নিং কাউন্সিলের বৈঠকে। অবশেষে সরছে ভিভো।
Find out more: