স্বাধীনতা দিবসের দিনই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নিয়ে ফেললেন মহেন্দ্র সিংহ ধোনি। ২০১৯ ক্রিকেট বিশ্বকাপের সেমিফাইনালে নিউজিল্যান্ডের কাছে হারের পর থেকেই ভারতের প্রাক্তন অধিনায়ককে নিয়ে চলছিল নিরন্তর জল্পনা। কবে তিনি অবসর গ্রহণ করবেন, তা নিয়ে ছিল প্রবল কৌতূহল। যাবতীয় জল্পনা, কৌতূহলের অবসান ঘটালেন শনিবার সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ। জাতীয় দলের ক্রিকেটে প্রাক্তন হয়ে গেলেন মাহি। খবরে প্রকাশ, ধোনির দাদাও আছেন। তবে সিনেমায় কোথাও একবারও ধোনির দাদাকে দেখানো হয়নি। অর্থাত্, নরেন্দ্র সিং ধোনির কথা উল্লেখ করা হয়নি। ধোনি নিজেও কখনও কোনও মঞ্চে দাদা নরেন্দ্র নাম করেননি। কানাঘুঁষো শোনা যায়, নরেন্দ্র সঙ্গে পরিবারের বাকিদের যোগাযোগ নেই বললেই চলে। তিনি আলাদা থাকেন। স্ত্রী ও দুই সন্তান রয়েছে নরেন্দ্রর। স্থানীয় এলাকায় রাজনৈতিক ব্যক্তিত্ব হিসাবে তিনি পরিচিত। বছর সাতেক ধরে তিনি সমাজবাদি পার্টির সঙ্গে যুক্ত। জানা যায়, আগে তিনি বিজেপির সক্রিয় সদস্য ছিলেন। এমনও শোনা যায়, রাজনীতির মাঠে এই জার্সি বদলের জন্যই তাঁকে এম ধোনির বায়োপিক থেকে বাদ দেওয়া হয়। তাঁর উল্লেখ ছিল না সিনেমার কোথাও। মনে করা হয়, অনেক উপর মহল থেকে এসেছিল এই নির্দেশ। যদিও এ বিষয়ে কোনও সত্যতা পাওয়া যায়নি।
Find out more: