১৪৩ রানের টার্গেট তাড়া করতে নেমে শুরুটা মোটেই ভাল হয়নি কেকেআরের। ০ রানে সাজঘরে ফেরেন নারিন। ১৩ বলে ২৬ রান করে ফিরে যান নীতিশ রানাও। অধিনায়ক দীনেশ কার্তিক রানের খাতা খুলতে পারেননি। ওপেনার শুভমান গিল আর ইয়ন মরগ্যান জুটি কেকেআর-কে জয়ের লক্ষ্যে পৌঁছে দেয়। শুভমান ৭০ রানে অপরাজিত থাকেন। ৫ টা চার আর ২টো ছক্কায় সাজানো শুভমানের সত্তর রানের ইনিংস। মরগ্যান ৪২ রানে নট আউট থেকে যান।
১৪৩ রানের টার্গেট তাড়া করতে নেমে শুরুটা মোটেই ভাল হয়নি কেকেআরের। ০ রানে সাজঘরে ফেরেন নারিন। ১৩ বলে ২৬ রান করে ফিরে যান নীতিশ রানাও। অধিনায়ক দীনেশ কার্তিক রানের খাতা খুলতে পারেননি। ওপেনার শুভমান গিল আর ইয়ন মরগ্যান জুটি কেকেআর-কে জয়ের লক্ষ্যে পৌঁছে দেয়। শুভমান ৭০ রানে অপরাজিত থাকেন। ৫ টা চার আর ২টো ছক্কায় সাজানো শুভমানের সত্তর রানের ইনিংস। মরগ্যান ৪২ রানে নট আউট থেকে যান।