ম্যাচ জিতলেও বারবার কলকাতা নাইট রাইডার্সেক ব্যাটিং অর্জার নিয়ে প্রশ্ন উঠেছে। সেই সঙ্গে প্রশ্ন উঠতে শুরু করেছে কলকাতার অধিনায়ক দীনেশ কার্তিকের অধিনায়কত্ব নিয়েও। কেমন হওয়া উচিত কেকেআর-এর ব্যাটিং অর্ডার ?

১) শুভমন গিল- তরুণ এই পঞ্জাব তনয় পাঁচ ম্যাচ শেষে কেকেআরের হয়ে সব চেয়ে বেশি রান করেছেন (১৬৩)। ওপেনার হিসেবে তিনি থাকছেন এটা বলাই বাহুল্য। 

২) রাহুল ত্রিপাঠী- চেন্নাইয়ের বিরুদ্ধে জয়ের কাণ্ডারি তিনিই। ওপেনার হিসেবে আইপিএলে আগেও ছাপ রেখেছিলেন রাহুল। তবে কলকাতার হয়ে এটাই ছিল ওপেনার হিসেবে প্রথম ম্যাচ। আর তাতেই বাজিমাত করেছেন তিনি। পঞ্জাবের বিরুদ্ধেও তাঁকেই সম্ভবত দেখা যাবে ওপেন করতে। 

৩) নীতিশ রানা

৪) অইন মর্গ্যান

৫) আন্দ্রে রাসেল

৬) দীনেশ কার্তিক

৭) সুনীল নারিল

৮) প্যাট কামিন্স

৯) শিবম মাভি

১০) কমলেশ নাগরকটি

১১) বরুন চক্রবর্তী
আপনারাও কি সহমত এই ব্যাটিং অর্জার নিয়ে ? 

Find out more: