এদিন টসে জিতে কলকাতাকে ব্যাট করতে পাঠায় হায়দরাবাদ। ভালো শুরু করেও উইকেট হারিয়ে চাপে পড়ে যায় নাইটরা। দারুন শুরু করে দুই ওপেনার শুবমন গিল এবং রাহুল ত্রিপাঠা। তবে পাওয়ার প্লের শেষ বলে আউট হন ত্রিপাঠী। তবে এদিন রাসেল পাওয়ার দেখা যায়নি। দীনেশ কার্তিক, নীতিশ রানা এবং মর্গ্যান দলকে টেনে নিয়ে যায়। নির্ধারিত ২০ ওবারে কেকেআর তোলে ১৬৩ রান। জয়ের জন্য ব্যাট করচে নেমে দারুন শুরু করে হায়দরাবাদাও। কিন্তু লকি ফার্গুসেনের দূরন্ত স্পেল ম্যাচে ফেরায় কেকেআরকে। শেষ ওভারে ১৮ রান বাকি ছিল হায়দরাবাদের জয়ের জন্য। কিন্তু রাসেলের স্পেলে সেই রান সমান করে দেয় ডেভিড ওয়ার্নার। শুরু হয় সুপার ওবার। ফার্গুসেন প্রথম বলেই ওয়ার্নারকে বোল্ড করেন। তারপর তৃতীয় বলেই বোল্ড করেন সাদামকে। কেকেআরে টার্গেট দাঁড়ায় তিন রান।
আর এই ম্যাচ অনায়াসেই জিতে নেয় কলকাতা। কেকেআরের পরের ম্যাচ ২১ অক্টোবর বেঙ্গালুরুর বিরুদ্ধে।