বুমরার দাপটে প্রথম সুপার ওভারে পাঞ্জাবকে ৫ রানে আটকে রেখেছিল মুম্বই। বুমরা এর আগে পাঞ্জাবের ইনিংসে নিয়েছিলেন ৩ উইকেট। আর প্রথম সুপার ওভারে নিলেন ২ উইকেট। ফেরালেন নিকোলাস পুরান আর লোকেশ রাহুলকে। প্রথম সুপার ওভারে জেতার জন্য মুম্বইয়ের দরকার ছিল ৬ রান। মহম্মদ শামির প্রথম ৩ বলে উঠল ৩ রান। চতুর্থ বলে এল না রান। পঞ্চম বলে এল ১ রান। শেষ বলে দরকার ছিল ২ রানের। ২ রান নিতে গিয়ে রান আউট হলেন কুইন্টন ডি’কক। ফলে, টাই হল প্রথম সুপার ওভার। যার কৃতিত্ব একের পর এক ইয়র্কার দিয়ে চলা শামির। শেষ বলে ময়াঙ্ক আগরওয়াল অবিশ্বাস্য ভাবে ছয় না বাঁচালে আরও বেশি রান তাড়া করতে হত পাঞ্জাবকে। জেতার জন্য পাঞ্জাবের দরকার ছিল ১২ রান। ব্যাট করতে এসেছিলেন ক্রিস গেল ও ময়াঙ্ক। প্রথম বলেই ট্রেন্ট বোল্টকে ছয় মারলেন গেল। দ্বিতীয় বলে এল ১। তৃতীয় বলে চার মারলেন ময়াঙ্ক। পরের বলেও মারলেন চার। অবিশ্বাস্য জয় পেল পাঞ্জাব।
বুমরার দাপটে প্রথম সুপার ওভারে পাঞ্জাবকে ৫ রানে আটকে রেখেছিল মুম্বই। বুমরা এর আগে পাঞ্জাবের ইনিংসে নিয়েছিলেন ৩ উইকেট। আর প্রথম সুপার ওভারে নিলেন ২ উইকেট। ফেরালেন নিকোলাস পুরান আর লোকেশ রাহুলকে। প্রথম সুপার ওভারে জেতার জন্য মুম্বইয়ের দরকার ছিল ৬ রান। মহম্মদ শামির প্রথম ৩ বলে উঠল ৩ রান। চতুর্থ বলে এল না রান। পঞ্চম বলে এল ১ রান। শেষ বলে দরকার ছিল ২ রানের। ২ রান নিতে গিয়ে রান আউট হলেন কুইন্টন ডি’কক। ফলে, টাই হল প্রথম সুপার ওভার। যার কৃতিত্ব একের পর এক ইয়র্কার দিয়ে চলা শামির। শেষ বলে ময়াঙ্ক আগরওয়াল অবিশ্বাস্য ভাবে ছয় না বাঁচালে আরও বেশি রান তাড়া করতে হত পাঞ্জাবকে। জেতার জন্য পাঞ্জাবের দরকার ছিল ১২ রান। ব্যাট করতে এসেছিলেন ক্রিস গেল ও ময়াঙ্ক। প্রথম বলেই ট্রেন্ট বোল্টকে ছয় মারলেন গেল। দ্বিতীয় বলে এল ১। তৃতীয় বলে চার মারলেন ময়াঙ্ক। পরের বলেও মারলেন চার। অবিশ্বাস্য জয় পেল পাঞ্জাব।