আইপিএলের ইতিহাসে এই প্রথম ডবল সুপার হলো। আর এই ম্যাচে জয় ছিনিয়ে নিলো কিংস ইলেভেন পাঞ্জাব। আর এই জয়ের সুবাদে ৯ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে উঠে এলো প্রীতি জিন্টার দল। আর ৯ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানেই থাকল মুম্বই ইন্ডিয়ান্স। রবিবারের ম্যাচে টস জিতে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ১৭৬ রান তুলেছিল মুম্বই ইন্ডিয়ান্স। জবাবে অধিনায়ক কিংস ইলেভেন পাঞ্জাবও ৬ উইকেট হারিয়ে তুলেছিল ১৭৬। রবিবারের দুটো ম্যাচই হল টাই। দুটো ম্যাচই গড়িয়েছিল সুপার ওভারে। তবে রাতের ম্যাচ একটা সুপার ওভারে নিষ্পত্তি হল না। গড়াল দ্বিতীয় সুপার ওভারে।

বুমরার দাপটে প্রথম সুপার ওভারে পাঞ্জাবকে ৫ রানে আটকে রেখেছিল মুম্বই। বুমরা এর আগে পাঞ্জাবের ইনিংসে নিয়েছিলেন ৩ উইকেট। আর প্রথম সুপার ওভারে নিলেন ২ উইকেট। ফেরালেন নিকোলাস পুরান আর লোকেশ রাহুলকে। প্রথম সুপার ওভারে জেতার জন্য মুম্বইয়ের দরকার ছিল ৬ রান। মহম্মদ শামির প্রথম ৩ বলে উঠল ৩ রান। চতুর্থ বলে এল না রান। পঞ্চম বলে এল ১ রান। শেষ বলে দরকার ছিল ২ রানের। ২ রান নিতে গিয়ে রান আউট হলেন কুইন্টন ডি’কক। ফলে, টাই হল প্রথম সুপার ওভার। যার কৃতিত্ব একের পর এক ইয়র্কার দিয়ে চলা শামির। শেষ বলে ময়াঙ্ক আগরওয়াল অবিশ্বাস্য ভাবে ছয় না বাঁচালে আরও বেশি রান তাড়া করতে হত পাঞ্জাবকে। জেতার জন্য পাঞ্জাবের দরকার ছিল ১২ রান। ব্যাট করতে এসেছিলেন ক্রিস গেল ও ময়াঙ্ক। প্রথম বলেই ট্রেন্ট বোল্টকে ছয় মারলেন গেল। দ্বিতীয় বলে এল ১। তৃতীয় বলে চার মারলেন ময়াঙ্ক। পরের বলেও মারলেন চার। অবিশ্বাস্য জয় পেল পাঞ্জাব।  

Find out more: