আইপিএল শেষ হলেই অস্ট্রেলিয়া সফরে যাবে ভারতীয় টিম। আর সেই সময়ে ১৬ জন টিমের ঘোষণা করা হয়েছে। সেখানে ঋষভ পন্থ বাদ পড়েছে, দলে অন্তর্ভুক্তি হয়েছে রবীন্দর জাদেজার। নাইট রাইডার্সের হয়ে আইপিএলে ভাল খেলছেন শুবমন গিল। ভবিষ্যতের অন্যতম সেরা বাজি ধরা হচ্ছে তরুণ শুভমন গিলকে। টেস্ট দলের মতো তাই ওয়ান ডে ফর্ম্যাটেও জায়গা করে নিলেন তিনি। অন্যদিকে, লোকেশ রাহুল-দারুণ উন্নতি করেছেন। ব্যাটিংয়ের পাশাপাশি উইকেট কিপিংও করছেন। আইপিএলে রাহুল ছুটছেন। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ানডেতেও লোকেশ রাহুলের ব্যাট ঝলসে উঠবে। এই আশাই করছেন ক্রিকেটভক্তরা। অস্ত্রোপচারের পরে হার্দিক ফিরে এসেছেন মাঠে। আইপিএলে ভাল ফর্মে রয়েছেন। মুম্বই ইন্ডিয়ান্সের প্রয়োজনের সময়ে জ্বলে উঠছেন। বড় শট খেলতে দক্ষ তিনি। অস্ট্রেলিয়ায় পাণ্ডিয়া কী করেন, সেটাই দেখার। দেখে নেওয়া যাক ভারতে ১৬ জনের টিম-
বিরাট কোহলি (অধিনায়ক)
শিখর ধাওয়ান
লোকেশ রাহুল
শ্রেয়াস আইয়ার
শুবমন গিল
মণীশ পাণ্ডে
মায়াঙ্ক আগারওয়াল
হার্দিক পাণ্ডিয়া
রবীন্দর জাদেজা
যজুবেন্দ্র চাহাল
কুলদীপ যাদব
নবদীপ সাইনি
মহম্মদ শামি
জসপ্রীত বুমরা
শার্দুল ঠাকুর
Find out more: