অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট দলে মহম্মদ সিরাজ, ফিরলেন কেএল রাহুলও। করোনা-পরিস্থিতির মধ্যেই নভেম্বর থেকে শুরু বিরাট কোহালিদের অস্ট্রেলিয়া সফর। ওডিআই এবং টি-টোয়েন্টি ছাড়াও অজি সফরে ৪টি টেস্ট খেলবে টিম ইন্ডিয়া। দীর্ঘ অজি সফরে টিম ইন্ডিয়ায় তৃতীয় ওপেনার হিসাবে দলে এলেন পৃথ্বী শ। তাঁর প্রতিভা নিয়ে সন্দেহ না থাকলেও ফিল্ডিংয়ের পাশাপাশি ফিটনেস নিয়ে প্রশ্নচিহ্ন রয়েছে। তবে অজি সফরে তাঁর সমালোচকদের জবাব দিতে পারে পৃথ্বীর চওড়া ব্যাট। বছর দুয়েক আগে ওয়ার্ম-আপ ম্যাচে চোট পেয়ে অজিদের বিরুদ্ধে টেস্ট খেলা থেকে বঞ্চিত হয়েছিলেন। এ বার তা সুদে-আসলে মিটিয়ে নিতে পারেন পৃথ্বী। বর্ডার-গাওস্কর ট্রফির জন্য টেস্ট দলে কারা এলেন দেখে নেওয়া যাক?
লোকেশ রাহুল
মায়াঙ্ক আগারওয়াল
পৃথ্বী শ
শুবমন গিল
চেতেশ্বর পূজারা
বিরাট কোহলি (অধিনায়ক)
আজিঙ্কে রাহানে
হনুমা বিহারী
ঋদ্ধিমান সাহা
ঋষভ পন্থ
রবিচন্দন অশ্বিন
রবীন্দর জাদেজা
কুলদীপ যাদব
জসপ্রীত বুমরা
মহম্মদ শামি
নবদীপ সাইনি
মহম্মদ সিরাজ
Find out more: