আইপিএল অভিযান শেষ এ বছরের মতো ফাইনালে মুখোমুখি দিল্লি-মুম্বই। তবে সানরাইজার্স হায়দরাবাদের তারকা কেন উইলিয়ামসনের মন খারাপ। রবিবার আইপিএলের প্লে অফে দিল্লি ক্যাপিটালসের কাছে ১৭ রানে হেরে গিয়েছে হায়দরাবাদ। প্রথমবার আইপিএলের ফাইনালে পৌঁছেছে দিল্লি। অন্য দিকে একসময়ে টুর্নামেন্ট থেকে ছিটকে যেতে বসেছিল হায়দরাবাদ।

সেখান থেকে দারুণ লড়াই করে প্লে অফে পৌঁছন ডেভিড ওয়ার্নাররা। ফাইনালে যেতে না পারা লজ্জার। তবে ছেলেরা যে রকম লড়াই করেছে, তা গর্বিত করার মতোই। সানরাইজার্স হায়দরাবাদের তারকা কেন উইলিয়ামসন এ ভাবেই দলের আইপিএল অভিযানকে ব্যাখ্যা করলেন। উইলিয়ামসন বলেন, “কী কারণে প্রিয়মকে ওপেন করতে পাঠানো হয়েছিল, তা আমার জানা নেই। তবে আমার মনে হয়েছে, প্রিয়ম দারুণ প্রতিভাবান। নেটে দেখতাম, দারুণ সব শট মারছে। খুবই ভাল প্লেয়ার প্রিয়ম।” 

Find out more: