অবিশ্বাস্য। পাঁচ বার চ্যাম্পিয়ন। মঙ্গলবার দিল্লি ক্যাপিটালসকে হারিয়ে ২০২০ আইপিএল খেতাব জিতল মুম্বই ইন্ডিয়ান্স। আবার জোড় সংখ্যার বছরে নাকি আইপিএল জেতে না মুম্বই ইন্ডিয়ানস! এতদিন এই সংস্কার সেঁটে ছিল মুম্বই ফ্র্যাঞ্চাইজির সঙ্গে। ২০২০ সালে এসে সেই সংস্কার কাটাল রোহিত শর্মার দল। জোড়-বিজোড় সংস্কার কাটিয়ে টানা দ্বিতীয়বার সব মিলিয়ে পঞ্চমবার আইপিএল চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ানস।

২০১০ সালের আইপিএল ফাইনালে উঠেছিল মুম্বই ইন্ডিয়ানস। কিন্তু সেবার ধোনির চেন্নাই সুপার কিংসের কাছে হেরেছিল সচিন তেন্ডুলকরের মুম্বই। সেটা জোড় সংখ্যার বছর ছিল। এরপর ২০১৩, ২০১৫, ২০১৭ এবং ২০১৯ সালে মুম্বই চ্যাম্পিয়ন হয়।

পরিসংখ্যান বলছে বিজোড় সংখ্যার বছরে চ্যাম্পিয়ন হয় মুম্বই। তাই ২০২০ সালে আইপিএল ফাইনালে উঠলেও এই জোড় সংস্কার এবার বাধা হয়ে দাঁড়াবে না তো মুম্বইয়ের খেতাব জয়ের সামনে! এই প্রশ্নটাই বারবার ঘুরপাক খাচ্ছিল মুম্বই ফ্যানদের কাছে। কিন্তু শেষ পর্যন্ত জোড় সংখ্যার সংস্কার কাটিয়ে এবার ২০২০ সালে চ্যাম্পিয়ন হলো মুম্বই। এই প্রতিবেদনের ছবি ট্যুইটার থেকে নেওয়া। কিন্তু শেষ পর্যন্ত জোড় সংখ্যার সংস্কার কাটিয়ে এবার ২০২০ সালে চ্যাম্পিয়ন হলো মুম্বই। এই প্রতিবেদনের ছবি ট্যুইটার থেকে নেওয়া। 

Find out more: