দীপাবলিতেই মাঠে নেমে পড়ল টিম ইন্ডিয়া। বৃহস্পতিবারই অস্ট্রেলিয়া পৌঁছায় ভারতীয় দল। দুদিনের বিশ্রাম কাটিয়ে শনিবার থেকেই অনুশীলনে নেমে পড়ল টিম ইন্ডিয়া।অস্ট্রেলিয়া সফরে তিনটি ওয়ান ডে, তিনটি টি-টোয়েন্টি এবং চারটি টেস্ট খেলবে ভারত।

২৭ নভেম্বর থেকে শুরু হবে ওয়ান ডে সিরিজ। যে সাদা বলের সিরিজে আবার একসঙ্গে খেলতে দেখা যেতে পারে দুই রিস্টস্পিনার (কব্জির মোচড়ে যাঁরা বল ঘোরান)— কুলদীপ এবং চহালকে। যাঁদের ক্রিকেট দুনিয়া চেনে ‘কুলচা’ নামে। এ দিন কুলদীপের সঙ্গে ছবি পোস্ট করে চহাল টুইট করেছেন, ‘‘আমার ভাই কুলদীপ। আবার আমরা একসঙ্গে। আবার ভারতের পতাকার হয়ে খেলতে নামব।’’ ভারতীয় ক্রিকেটারেরা মাঠে নেমে গা ঘামানোর পাশাপাশি জিমেও ট্রেনিং শুরু করেছেন। আইপিএলে সাড়া ফেলে দেওয়া ইয়র্কার বিশেষজ্ঞ পেসার টি নটরাজন, দীপক চাহার, শ্রেয়স আয়ারদের দেখা গিয়েছে জিমে। ভারতীয় বোর্ড টুইট করেছে, ‘‘অনুশীলনের পাশাপাশি ছেলেরা জিমেও গা ঘামাতে শুরু করেছে।’’ কোহালিদের এখন ১৪ দিনের নিভৃতবাসে থাকতে হবে। একটা সময় প্রশ্ন উঠেছিল, নিভৃতবাসে থাকাকালীন কি অনুশীলন করতে পারবেন ভারতীয় ক্রিকেটারেরা? শেষ পর্যন্ত ভারতীয় ক্রিকেট বোর্ডের হস্তক্ষেপে সেই সমস্যা মেটে।  

Find out more: