২০১৭ সাল। অস্ট্রেলিয়ার কাছে প্রথম টেস্ট হারতে হয়েছিল টিম ইন্ডিয়াকে। তারপর সিরিজ জেতে কোহলির নেতৃত্বাধীন টিম ইন্ডিয়া। সেই কথা মনে করিয়ে বিরাটের প্রশংসা করেন ডেরেন লেম্যান। প্রাক্তন অজি ক্রিকেটার জানান, ‘‘কোহালি পুরোদস্তুর এনার্জি নিয়ে খেলে। কোনও ম্যাচ ও হারতে চায় না। ও নিজের সীমানা বার বার অতিক্রম করতে চায়। এ ভাবেই সব গ্রেট ক্রিকেটাররা খেলে থাকে।’’ ভারত অধিনায়কের লড়াকু মানসিকতার প্রশংসা করতে গিয়ে ২০১৭ সালের ভারত-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজের প্রসঙ্গ উত্থাপন করেছেন লেম্যান। সেই সিরিজের প্রথম টেস্টে অস্ট্রেলিয়া জিতলেও দারুণ ভাবে ঘুরে দাঁড়িয়ে সিরিজ জিতে নিয়েছিল ভারত। 

সেই অভিজ্ঞতা থেকেই লেম্যান উপলব্ধি করতে পারছেন, বিরাটহীন ভারতের পক্ষে টেস্ট সিরিজে ভাল কিছু করা কঠিন। অস্ট্রেলিয়ার প্রচারমাধ্যমে লেম্যান বলেছেন, ‘‘প্রথম টেস্টে কোহালিকে পাচ্ছে ভারত। ওই টেস্টে ওদের জিততেই হবে। সেটা যদি না হয়, তা হলে কোহালি দেশে ফিরে যাওয়ার পরে টেস্ট সিরিজ শাসন করবে অস্ট্রেলিয়া।’’

Find out more: