সেই অভিজ্ঞতা থেকেই লেম্যান উপলব্ধি করতে পারছেন, বিরাটহীন ভারতের পক্ষে টেস্ট সিরিজে ভাল কিছু করা কঠিন। অস্ট্রেলিয়ার প্রচারমাধ্যমে লেম্যান বলেছেন, ‘‘প্রথম টেস্টে কোহালিকে পাচ্ছে ভারত। ওই টেস্টে ওদের জিততেই হবে। সেটা যদি না হয়, তা হলে কোহালি দেশে ফিরে যাওয়ার পরে টেস্ট সিরিজ শাসন করবে অস্ট্রেলিয়া।’’
সেই অভিজ্ঞতা থেকেই লেম্যান উপলব্ধি করতে পারছেন, বিরাটহীন ভারতের পক্ষে টেস্ট সিরিজে ভাল কিছু করা কঠিন। অস্ট্রেলিয়ার প্রচারমাধ্যমে লেম্যান বলেছেন, ‘‘প্রথম টেস্টে কোহালিকে পাচ্ছে ভারত। ওই টেস্টে ওদের জিততেই হবে। সেটা যদি না হয়, তা হলে কোহালি দেশে ফিরে যাওয়ার পরে টেস্ট সিরিজ শাসন করবে অস্ট্রেলিয়া।’’