ভারতীয় দলের কিটস স্পনসরকের ঘোষণা করল বিসিসিআই। ভারতীয় ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে মঙ্গলবার জানান হয়, ২০২০ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত এমপিএল স্পোর্টসের সঙ্গে পার্টনারশিপ হয়েছে। অনূর্ধ্ব-১৯ ভারতীয় ক্রিকেট দলের স্পনসর হিসেবেও থাকছে এমপিএল স্পোর্টস। 

২৭ নভেম্বর থেকে অস্ট্রেলিয়া সফর শুরু করবে টিম ইন্ডিয়া। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ, তিন ম্যাচের টি -টোয়েন্টি সিরিজ আর চার টেস্টের সিরিজ খেলবে ভারত। ভারতীয় ক্রিকেট দলের কিটস স্পনসর হিসেবে তিন বছরের জন্য যুক্ত হল এমপিএল স্পোর্টস। ভারতীয় পুরুষ, মহিলা ক্রিকেট দলের কিট স্পনসর হিসেবে এখন থেকে এই সংস্থা জুড়তে চলেছে। সেই সঙ্গে দুই দলেরই সরকারি মার্চেন্ডাইস পার্টনার হল এমপিএল স্পোর্টস। 

অন্যদিকে, ভারত অধিনায়কের প্রশংসা করেছেন অস্ট্রেলিয়ার প্রাক্তন কোচ ড্যারেন লেম্যান। তিনি  কোহালির লড়াকু মানসিকতার প্রশংসা করেছেন। লেম্যান বলছেন, ‘‘কোহালি পুরোদস্তুর এনার্জি নিয়ে খেলে। কোনও ম্যাচ ও হারতে চায় না। ও নিজের সীমানা বার বার অতিক্রম করতে চায়। এ ভাবেই সব গ্রেট ক্রিকেটাররা খেলে থাকে।’’ 

Find out more: