ব্যক্তিগত কারণে শেষ পর্যন্ত ভারতের বিরুদ্ধে ওয়ান ডে এবং টি-টোয়েন্টি দল থেকে নিজেকে সরিয়ে নিলেন অস্ট্রেলিয়ার পেস বোলার কেন রিচার্ডসন। সদ্যোজাত সন্তান এবং স্ত্রীর পাশে থাকবেন বলেই অস্ট্রেলিয়ার সীমিত ওভারের ক্রিকেট থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন বলে জানা গিয়েছে। রিচার্ডসনের পরিবর্তে অস্ট্রেলিয়া দলে ডাক পেয়েছেন অ্যান্ড্র টাই। 

অন্যদিকে, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে  সীমিত ওভারের ছয় ম্যাচে হয়তো যশপ্রীত বুমরা এবং মহম্মদ শামিকে খেলানো হবে না। কারণ টিম ম্যানজমেন্ট চাইছে টেস্ট সিরিজের জন্য দুই পেসারকে প্রস্তুত রাখতে। চার টেস্টের সিরিজ শুরু হবে ১৭ ডিসেম্বর থেকে।  ভারত দু’মাসের অস্ট্রেলিয়া সফর শুরু করছে তিনটি ওয়ান ডে এবং তিনটি টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ দিয়ে। এই ছটি ম্যাচ হবে ২৭ নভেম্বর থেকে ৮ ডিসেম্বরের মধ্যে সিডনি এবং ক্যানবেরায়। যদি প্রথম টেস্টে ইশান্ত শর্মাকে না পাওয়া যায়, তা হলে বুমরা এবং শামির ‘ওয়ার্কলোড ম্যানেজমেন্ট’ সব চেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠবে হেড কোচ রবি শাস্ত্রী এবং বোলিং কোচ বি অরুণের জন্য। বোর্ডের সূত্র এমনটাই জানিয়েছে সংবাদ সংস্থা পিটিআইকে।  

Find out more: