আইপিএল চলাকালীন হ্যামস্ট্রিংয়ে চোট পান মুম্বই অধিনায়ক। চার ম্যাচে খেলেননি রোহিত শর্মা। সেই সময় অস্ট্রেলিয়া সফরের ভারতীয় দল বেছে নেন নির্বাচকরা। তিন ফরম্যাটেই বাদ পড়েন রোহিত। যা নিয়ে বিতর্কের ঝড় বয়ে যায়। এদিকে মুম্বই ইন্ডিয়ানসের নেটে অনুশীলন চালিয়ে যান রোহিত। যদিও লিগের শেষ ম্যাচ আর প্লে অফে মুম্বইকে নেতৃত্ব দেন তিনি। এরপরেই বোর্ড জানায় অস্ট্রেলিয়া সফরে ওয়ান ডে এবং টি-টোয়েন্টি সিরিজে রোহিতকে বিশ্রাম দেওয়া হলেও টেস্ট সিরিজের দলে থাকছেন রোহিত।

তবে ইতিমধ্যেই বেঙ্গালুরুর জাতীয় অ্যাকাডেমিতে ট্রেনিং শুরু করলেন রোহিত শর্মা। আইপিএল-এর পর বিরাট কোহালিরা অস্ট্রেলিয়া উড়ে গেলেও রোহিত ফিরে এসেছিলেন দেশে। বেঙ্গালুরুতে চোট সারিয়ে ১০০ শতাংশ ফিট হয়ে টেস্ট সিরিজে যোগ দেওয়ার কথা তাঁর। টেস্ট দলে রোহিতের সতীর্থ ইশান্ত শর্মাও রয়েছেন জাতীয় একাডেমিতে। বুধবার তিনি একাডেমির প্রধান রাহুল দ্রাবিড় এবং শীর্ষ নির্বাচক সুনীল যোশির সামনে বল করেন। রোহিত এবং ইশান্ত এক সঙ্গেই উড়ে যাবেন অস্ট্রেলিয়ায়। সেখানে ১৪ দিন কোয়ারান্টিনে কাটিয়ে নেমে পড়বেন টেস্ট খেলতে। 

Find out more: