টেস্টে অজি পেসারদের বিষ কি শুরুতেই শুষে নেবেন তিনি? টেস্টে যেমন ওপেন করেন, তেমনই করবেন? নাকি যে কোনও পজিশনেই নামবেন? রোহিত স্বয়ং বলছেন, “আমি সবাইকে একই কথা বলছি। দল যেখানে চাইবে আমি সেই জায়গায় ব্যাট করতে নামব। ওপেনার ছাড়া অন্য ভূমিকায় ওরা আমাকে দেখতে চায় কি না, সেটা এখনও আমার জানা নেই। অস্ট্রেলিয়া পৌঁছলে জানতে পারবো কী করতে হবে আমাকে। যে পজিশনে ওরা আমাকে ব্যাট করতে বলবে, সেই পজিশনেই আমি ব্যাট করতে নামবো।” এ বিষয়ে জানা যায় আনন্দবাজারে প্রকাশিত খবর অনুযায়ী। 

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ চলাকালীন হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছিলেন রোহিত। চারটি ম্যাচে খেলতে পারেননি তিনি। এ দিকে সেই সময়ই জাতীয় নির্বাচকরা অস্ট্রেলিয়া সফরের জন্য দল বেছে নেন। সেই দলে রাখা হয়নি রোহিতকে। তা নিয়ে কম বিতর্ক হয়নি। পরে অবশ্য তাঁকে টেস্টের দলে নেওয়া হয়। জানানো হয়, কোহালিরা অস্ট্রেলিয়ায় আগে উড়ে যাবেন। আর সংযুক্ত আরব আমিরশাহি থেকে দেশে ফিরবেন রোহিত। বেঙ্গলুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে ফিটনেস পরীক্ষায় পাশ করে তবেই তিনি অস্ট্রেলিয়া যাওয়ার বিমান ধরবেন। 

Find out more: