রবিবার রাতে ভিভের টুইট, ‘৪৬ বছর আগে আমি ওয়েস্ট ইন্ডিজের হয়ে প্রথম ম্যাচ খেলেছিলাম। জাতীয় দলের হয়ে খেলতে পেরে আমি যে কতটা গর্বিত বলে বোঝাতে পারব না’। দুষ্প্রাপ্য একাধিক ছবি শেয়ার করে ভিভ আরও লিখছেন, ‘ওয়েস্ট ইন্ডিজ সব সময়ই দুর্ধর্ষ কিছু ক্রিকেটারের জন্ম দিয়েছে। তাঁদের সঙ্গে এবং কিছু অসাধারণ ক্রিকেটারের বিরুদ্ধে খেলতে পারাটা আমার ভাগ্য’।

ভিভের এই টুইট এবং ছবি ক্রিকেটমহলে রীতিমতো ভাইরাল। একাধিক রি-টুইট এবং কমেন্টে ভেসে যাচ্ছেন তিনি। ৬৮ বছরের ক্রিকেটার যে সব ছবি শেয়ার করেছেন, তার মধ্যে ইংলিশ কাউন্টি সমারসেটে খেলার সময় ইয়ান বোথাম এবং জোয়েল গার্নারের সঙ্গেও একটি ছবি রয়েছে। সমারসেটে এক সময় সুনীল গাওস্কর-ভিভ-গার্নার-বোথাম এক সঙ্গে খেলেছেন। 

Find out more: