ইন্ডোর-এ ক্রিকেট খেলছিলেন কেন। টেনিস বলে। সেখানেই তিনি পোক্ত ব্যাটসম্যানের মতো শট খেলছেন। নিজের ব্যাটিংয়ে আত্মবিশ্বাসী অনুভব করছেন কেন। তবে বলাবাহুল্য, কোহলির কাছে তিনি এমন আবদার করেছেন নেহাত হালকা সুরেই। কেন লিখেছেন, ''টি-২০ ক্রিকেটে ম্যাচ জেতানোর মতো ব্যাটিং করার জায়গায় আছি আমি। পরের আইপিএলে আরসিবিতে জায়গা পেতে পারি!'' কেন-এর সঙ্গে কোহলির বন্ধুত্বের সম্পর্ক। এর আগেও দুজনকে ইংল্যান্ডে একসঙ্গে দেখা গিয়েছে। দুজনেই সেই সুসম্পর্ক বজায় রেখেছেন নিজেদের মতো করে। 

প্রথম ম্যাচে গম্ভীর বলেছেন, “গত বিশ্বকাপ থেকেই এমন ঘটছে। হার্দিক পান্ড্য যদি বল করার মতো ফিট না হয়, তবে  দলের ষষ্ঠ বোলার কোথায়? আমার মনে হয় এই জায়গায় একমাত্র বিজয় শঙ্করকে দিয়েই কাজ হতে পারে। কিন্তু ৫ বা ৬ নম্বরে গিয়ে ও কি হার্দিকের মতো ব্যাট হাতে একই রকম প্রভাব ফেলতে পারবে? বা, ওকে কি ৭-৮ ওভার বল করতে দেওয়া যাবে? আমার তো সংশয় রয়েছে।” 

Find out more: