অন্যদিকে এই হার নিয়ে গম্ভীর বলেছেন, “গত বিশ্বকাপ থেকেই এমন ঘটছে। হার্দিক পান্ড্য যদি বল করার মতো ফিট না হয়, তবে দলের ষষ্ঠ বোলার কোথায়? আমার মনে হয় এই জায়গায় একমাত্র বিজয় শঙ্করকে দিয়েই কাজ হতে পারে। কিন্তু ৫ বা ৬ নম্বরে গিয়ে ও কি হার্দিকের মতো ব্যাট হাতে একই রকম প্রভাব ফেলতে পারবে? বা, ওকে কি ৭-৮ ওভার বল করতে দেওয়া যাবে? আমার তো সংশয় রয়েছে।”
অন্যদিকে এই হার নিয়ে গম্ভীর বলেছেন, “গত বিশ্বকাপ থেকেই এমন ঘটছে। হার্দিক পান্ড্য যদি বল করার মতো ফিট না হয়, তবে দলের ষষ্ঠ বোলার কোথায়? আমার মনে হয় এই জায়গায় একমাত্র বিজয় শঙ্করকে দিয়েই কাজ হতে পারে। কিন্তু ৫ বা ৬ নম্বরে গিয়ে ও কি হার্দিকের মতো ব্যাট হাতে একই রকম প্রভাব ফেলতে পারবে? বা, ওকে কি ৭-৮ ওভার বল করতে দেওয়া যাবে? আমার তো সংশয় রয়েছে।”