অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় একদিনের ম্যাচেও হার ভারতের। সিডনিতে দ্বিতীয় একদিনের ম্যাচ হেরে সিরিজ হাতছাড়া বিরাট কোহলিদের। ভারতের ডু অর ডাই ম্যাচেও আধিপত্য দেখাল ক্যাঙ্গারুরা। টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়ে ৩৮৯ রান তোলে অস্ট্রেলিয়া। সেই রান তাড়া করতে নেমে ৫১ রানে হারে ভারত। ৩ ম্যাচের সিরিজে প্রথম ২ ম্যাচে হেরে সিরিজ হাতছাড়া ভারতের। টানা ৫টি একদিনের ম্যাচে হার ভারতের। প্রথমে ব্যাট করে ভারতের বিরুদ্ধে সব চেয়ে বেশি রানের রেকর্ড করে অস্ট্রেলিয়া। দ্বিতীয় বার একদিনের ক্রিকেটে প্রথম ৫ ব্যাটসম্যান ৫০ পেরোনোর নজির গড়ল অস্ট্রেলিয়া। দুই ওপেনার ডেভিড ওয়ার্নার (৭৭ বলে ৮৩ রান) এবং অ্যারন ফিঞ্চ (৬৯ বলে ৬০ রান) গড়েন ১৪২ রানের পার্টনারশিপ। তাঁরা ফিরলে স্টিভ স্মিথ (৬৪ বলে ১০৪ রান) শুরু করেন ধ্বংসলীলা। 

ভারতের বিরুদ্ধে টানা ৩টি সেঞ্চুরি করলেন তিনি একদিনের ম্যাচে। মারনাস লাবুশানের ব্যাট থেকেও এল ঝকঝকে ৭০ রানের (৬১ বলে) ইনিংস। শেষের দিকে উঠল গ্লেন ম্যাক্সওয়েল (২৯ বলে ৬৩ রানে অপরাজিত) ঝড়। এই ৫ ব্যাটসম্যানের তাণ্ডবে উঠল ৩৮৯ রান মাত্র ৪ উইকেট হারিয়ে। অন্যদিকে,  পাহাড়প্রমাণ লক্ষ্যমাত্রা নিয়ে ব্যাট করতে নেমে শুরুতেই শিখর ধাওয়ান এবং ময়াঙ্ক আগারওয়ালের উইকেট হারায় ভারত। ৩০ রান করেন ধাওয়ান। ময়াঙ্ক আগারওয়াল করেন ২৮ রান। শ্রেয়স আইয়ার আউট হন ৩৮ রানে। অধিনায়ক বিরাট কোহলি আর সহ অধিনায়ক লোকেশ রাহুল ভারতের স্কোরবোর্ডকে সচল রাখার চেষ্টা করেন। তবে শেষরক্ষা করতে পারলেন না কোহলি-রাহুল জুটি। ৮৯ রান করে আউট হন অধিনায়ক বিরাট কোহলি। লোকেশ রাহুল আউট হন ৭৬ রানে। হার্দিক পান্ডিয়া ২৮, রবীন্দ্র জাদেজা ২৪ রান করেন। নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ৩৩৮ রান তোলে ভারত। অস্ট্রেলিয়ার হয়ে ৩ উইকেট নেন প্যাট কামিন্স। 

Find out more: