সবকিছু ঠিকঠাক চললে ২০২২ সালে আমেরিকার মেজর ক্রিকেট লিগ শুরু হবে এবং প্রথম বছর থেকেই শাহরুখ খানের নাইট রাইডার্স এই লিগের অন্যতম অংশ হবে। তবে প্রথম বছরেই হয়তো টিম নামাবে না নাইট রাইডার্স কর্তৃপক্ষ। তারা এই লিগে বিনিয়োগ করছেন এবং গোটা টুর্নামেন্টের লভ্যাংশের একটি নির্দিষ্ট পরিমাণের অংশীদার হতে পারবেন। 

তবে এটাই যে প্রথম বার বিদেশের ক্রিকেট লিগে কেকেআর বিনিয়োগ করতে চলেছে, এমন নয়। এর আগে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ এবং দক্ষিণ আফ্রিকার সুপার লিগেও দল নামিয়েছিলেন বলিউডের বাদশা শাহরুখ খান। কথা চলছে ইংল্যান্ডের ‘দ্য হান্ড্রেড’ লিগের সঙ্গেও। এ বার তাঁদের দেখা যেতে পারে আমেরিকার মেজর ক্রিকেট লিগেও। তবে এখনই নয়, অপেক্ষা করতে হবে ২০২২ পর্যন্ত। সেই বছর থেকেই শুরু হবে মেজর ক্রিকেট লিগ। 

Find out more: