আনন্দবাজারে প্রকাশিত খবর অনুযায়ী, এটিকে-মোহনবাগানের মিডিয়া টিমকে ম্যাকহিউ বলেন, “ঐতিহাসিক ডার্বিতে ম্যাচের সেরা হয়ে অবশ্যই গর্ব অনুভব করছি। তবে তার আগেও বেশি ভাল লেগেছে ডার্বিতে খেলতে পেরে এবং এস সি ইস্টবেঙ্গলকে হারিয়ে আমরা লিগ শীর্ষে ওঠায়। তবে ডার্বি ম্যাচ এখন অতীত। ওটা আর মনে রাখতে চাই না। এখন আমাদের লক্ষ্য ওড়িশার বিরুদ্ধে জেতা এবং শীর্ষ স্থান ধরে রাখা। আমাদের কাছে আত্মতুষ্টির কোনও জায়গা নেই।” গত বছর মাত্র পাঁচটি ম্যাচ খেলার পরেই চোট পেয়ে গোটা মরসুমের জন্য ছিটকে গিয়েছিলেন ম্যাকহিউ। স্কটল্যান্ডের ক্লাব মাদারওয়েলের প্রাক্তন অধিনায়ক বলেন, “সব খেলোয়াড়ের জীবনেই ভাল এবং খারাপ সময় আসে। আমিও তার ব্যতিক্রম নই। কলকাতায় আসার আগে অন্য দলের হয়ে খেলতে গিয়েও একাধিকবার চোট পেয়েছি। যে কোনও ফুটবলারের কাছেই চোটের দিনগুলো খুব যন্ত্রণার হয়। কিন্তু তার মধ্যেও ফিরে আসার জন্য দাঁতে দাঁত চেপে লড়াই করতে হয়। আমিও ঠিক সেটাই করেছি। কঠোর পরিশ্রম করেছি সেই সময়ে। শুধু শারীরিক নয়, মানসিক প্রস্তুতিও জরুরি।”
Find out more: