সচিন ও বিরাটের সঙ্গেই ১২ হাজার রানের ক্লাবে রয়েছেন কুমার সঙ্গকারা (১৪,২৩৪), রিকি পন্টিং (১৩,৭০৪), সনৎ জয়সূর্য (১৩, ৪৩০) ও মাহেলা জয়বর্ধনে (১২,৭৫০)। কিন্তু আড়াইশোরও কম ইনিংসে ১২ হাজার রানে পৌঁছনোটা বিস্ময়কর রেকর্ড। অস্ট্রেলিয়ার পেসার শন অ্যাবটের বল মিড-উইকেটে ঠেলে এক রান নিয়ে এই মাইলফলকে পৌঁছন বিরাট।
সচিন ও বিরাটের সঙ্গেই ১২ হাজার রানের ক্লাবে রয়েছেন কুমার সঙ্গকারা (১৪,২৩৪), রিকি পন্টিং (১৩,৭০৪), সনৎ জয়সূর্য (১৩, ৪৩০) ও মাহেলা জয়বর্ধনে (১২,৭৫০)। কিন্তু আড়াইশোরও কম ইনিংসে ১২ হাজার রানে পৌঁছনোটা বিস্ময়কর রেকর্ড। অস্ট্রেলিয়ার পেসার শন অ্যাবটের বল মিড-উইকেটে ঠেলে এক রান নিয়ে এই মাইলফলকে পৌঁছন বিরাট।