আনন্দবাজারে প্রকাশিত খবর অনুযায়ী, আমেরিকায় আস্তে আস্তে ঘাটি গাড়ছে ক্রিকেট। সে দেশে শুরু হতে চলা নতুন টি-টোয়েন্টি লিগের সঙ্গে মাত্র কয়েক সপ্তাহ আগেই নাম জুড়েছে শাহরুখ খানের কলকাতা নাইট রাইডার্স ফ্র্যাঞ্চাইজির। এ বার আমেরিকার মেজর লিগ ক্রিকেটের সঙ্গে জুড়তে চলেছে আরও দুই ভারতীয়র নাম। এঁরা হলেন মাইক্রোসফটের সিইও সত্য নাদেলা ও অ্যাডোবের সিইও শান্তনু নারায়ণ। ৫০ বছর বয়সী নাদেলা হায়দরাবাদ পাবলিক স্কুলে পড়ার সময় থেকে নিয়মিত ক্রিকেট খেলতেন।

তিনি আবার ভারতের প্রাক্তন ক্রিকেটার এমএল জয়সিমার ভক্ত। সূত্রের খবর, সিয়াটেল শহরের একটি দল কিনবেন তিনি। উল্লেখ্য, মাইক্রোসফটের প্রধান কার্যালয় সিয়াটেল। তথ্য প্রযুক্তির প্রাণকেন্দ্রও এই শহর। এই শহরেই নতুন দলের মালিকানা থাকবে ভারতীয় বংশোদ্ভুত এই ব্যবসায়ীর হাতে। ওয়াশিংটনের রেডমন্ডে একটি ঝাঁচকচকে স্টেডিয়ামও তৈরি করছেন তিনি। 

Find out more: