সিডনি ক্রিকেট গ্রাউন্ডে ভারতের আবেদন করা রিভিউ নিয়ে দেখা দিল বিভ্রান্তি। হল বিতর্ক। রিভিউ পাওয়া গেলেও শেষ মেশ তা বাতিল করে দেন দুই আম্পায়ার। অস্ট্রেলিয়ার ইনিংসের ১১ তম ওভার। অস্ট্রেলিয়ার ওপেনার ম্যাথু ওয়েড ফ্লিক করতে গিয়ে নটরাজনের বল ওয়েডের প্যাডে লাগে। বোলার নটরাজন এবং  উইকেটকিপার কেএল রাহুল রিভিউ-এর আবেদন জানান নি। কিন্তু ডিপে ফিল্ডিং করা ভারত অধিনায়ক বিরাট কোহলি রিভিউয়ের আবেদন করেন। এরপর ক্যাপ্টেন কোহলির আবেদনের ভিত্তিতে আম্পায়ার গ্রিন সিগন্যাল দেন। কিন্তু পরমুহূর্তেই সিদ্ধান্ত বাতিল করেন। কারন ততক্ষনে জায়ান্ট স্ক্রিনে রিপ্লে দেখানো শুরু হয়ে গিয়েছে।

প্রশ্ন উঠছে জায়ান্ট স্ক্রিনে কেন রিপ্লে দেখানো শুরু হয়ে গিয়েছিল নির্দিষ্ট সময়ের আগেই? এই নিয়েই বড়সড় বিতর্ক তৈরি হয়। বিভ্রান্ত কোহালি দুই ফিল্ড আম্পায়ারের সঙ্গে আলোচনা শুরু করেন। তার পরে নিজের জায়গায় ফিল্ডিং করতে চলে যান। রিভিউ নিতে পারলে কিন্তু ওয়েড আগেই ফিরে যেতেন। তিনি তখন ৫০ রানে ব্যাট করছেন। শেষ পর্যন্ত ওয়েড ৮০ রানে গিয়ে থামেন। বল ট্র্যাকারে অবশ্য দেখা যায় বল উইকেটেই লাগত।  

Find out more: