সাতপাকে বাঁধা পড়লেন কেকেআরের রহস্যময় স্পিনার বরুন চক্রবর্তী। বিয়ে করলেন দীর্ঘদিনের বান্ধবী নেহা খেড়েকরকে। চলতি বছরের মে-জুনেই বিয়ে করার কথা ছিল বরুনের। কিন্তু করোনার কারণে তা পিছিয়ে যায়। মুম্বইয়ে ঘরবন্দি ছিলেন নেহা। অপরদিকে, চেন্নাইয়ে আটকে ছিলেন বরুন। অবশেষে বিয়ের বাঁধনে আবদ্ধ হলেন তাঁরা। 

অন্যদিকে, চলতি বছর বরুণ আইপিএল-এ খেলেন কলকাতা নাইট রাইডার্সের হয়ে। ১৩টি ম্যাচে ৩৫৬ রানের বিনিময়ে মোট ১৭টি উইকেট পান। সেরা বোলিং ২০ রানে ৫ উইকেট। আইপিএল-এ দুরন্ত পারফরম্যান্সের জেরে বরুণ নির্বাচিত হন অস্ট্রেলিয়াগামী ভারতীয় দলের টি-২০ স্কোয়াডে। কিন্তু শেষ অবধি অস্ট্রেলিয়ার বিমানে পা রাখা হয়ে ওঠেনি বরুণের। কাঁধে চোটের জন্য তিনি ছিটকে যান টি টোয়েন্টি স্কোয়াড থেকে। তাঁর পরিবর্তে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজের ভারতীয় স্কোয়াডে আসেন সানরাইজার্স হায়দরাবাদের বাঁ হাতি পেসার টি নটরাজন। 

Find out more: