চলতি মাসের ১৭ তারিখ থেকে শুরু হচ্ছে পিঙ্ক বল টেস্ট। দিন-রাতের টেস্ট ম্যাচে ভারতের কম্বিনেশন কী হচ্ছে, সে সম্পর্কিত প্রশ্নের উত্তরে রাহানে জানান, এখনও প্রথম একাদশ তৈরি হয়নি। বুধবার দল নিয়ে চূ়ড়ান্ত সিদ্ধান্ত হবে। প্রথম টেস্ট খেলার পরে দেশে ফিরে আসছেন ক্যাপ্টেন কোহালি। তাঁর জায়গায় দলকে নেতৃত্ব দেওয়ার কথা রাহানের। তবে তিনি এখুনি তা নিয়ে ভাবছেন না বরং প্রথম টেস্টেই মনোনিবেশ করছেন বলে জানান। তিনি বলছেন, গোধুলির সময়ে ৪০-৫০ মিনিট গোলাপি বল সামলানো ব্যাটসম্যানদের কাছে রীতিমতো চ্যালেঞ্জের হয়ে দাঁড়ায়। রাহানে বলেন,  “আমাদের বোলিং আক্রমণ বেশ শক্তিশালী। তবে ইশান্ত শর্মার মতো সিনিয়র এক জন ফাস্ট বোলারের অভাব বোধ করবো আমরা।”

ইশান্ত শর্মা (Ishant Sharma) না থাকলেও বুমরা, শামি এবং বাকিরা যে বিপক্ষের ২০ উইকেট তোলার জন্য তৈরী তা জানাতেও ভুললেন না তিনি। তিনি বলেন, “ইশান্তের অভাব অবশ্যই অনুভব করব কিন্তু উমেশ, সিরাজ, সাইনি এবং বুমরা ও শামি আছে। এরা প্রত্যেকেই ভালো বোলার, অনেক অভিজ্ঞ এবং জানে এই পরিবেশে কি করে বল করতে হয়।” ঋদ্ধিমান (Wriddhimaan Saha) ও পান্থের (Rishabh Pant) মধ্যে কে খেলবেন তা নিয়ে খোলসা করে কিছু বললেন না তিনি। তিনি বলেন, বুধবার দিন দলের শেষ অনুশীলন হওয়ার পরই প্রথম এগারো নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

প্রসঙ্গত, আইপিএলে পাঁজরে চোট পেয়েছিলেন ইশান্ত। সেই চোট থেকে ধীরে ধীরে সেরে উঠছেন এই পেসার। 

Find out more: