দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচে অপরাজিত ৪২ রানের ইনিংস খেলেন তিনি। ভারতকে সেই ম্যাচ জেতাতে সাহায্য করেন। সেই সঙ্গে সিরিজও জিতে নেয় বিরাট কোহালির দল। তার আগে ওয়ানডেতে ৯০ এবং অপরাজিত ৯২ রানের ইনিংস খেলেছিলেন পাণ্ড্য। কোহালিরা এখন পিঙ্ক বল টেস্ট খেলছেন। পাণ্ড্য ফিরে এসেছেন দেশে। বুধবার স্ত্রী নাতাসাকে সঙ্গে নিয়ে ডিনারে গিয়েছিলেন তিনি। সেই ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেন নাতাসা।

ছবির ক্যাপশন হিসেবে পাণ্ড্যর স্ত্রী লিখেছেন, ‘মাই ডিনার ডেট’। অন্য আর একটি ছবিতে দেখা যাচ্ছে কাঁকড়া সহযোগে ডিনার সারছেন মারকুটে এই ক্রিকেটার। সাদা বলের ক্রিকেটে ভাল পারফরম্যান্স করার পরে অনেকেই পাণ্ড্যকে টেস্ট টিমে দেখতে চেয়েছিলেন। সাংবাদিক বৈঠকে এ নিয়ে তাঁকে প্রশ্নও করা হয়। জবাবে ভারতের তারকা অলরাউন্ডার বলেছিলেন, ‘‘টেস্ট ক্রিকেট অন্য ধরনের খেলা। টেস্ট খেলতে আমার ভালই লাগবে। তবে এ ব্যাপারে সিদ্ধান্ত নেবে টিম ম্যানেজমেন্ট।’’ টেস্ট দলে নেই পাণ্ড্য। প্রায় ৪ মাস তিনি পরিবার ছাড়া। আইপিএল খেলে অস্ট্রেলিয়া উড়ে গিয়েছিলেন তিনি। এ বার তিনি দেশে ফিরে পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন। স্ত্রীর সঙ্গে ডিনারে বেরোচ্ছেন। সদ্যোজাতকে কাছে পেয়ে উপভোগ করছেন সময়।

Find out more: