রবিবার আইসিসি যে র‌্যাঙ্কিং প্রকাশ করেছে, তাতে অস্ট্রেলিয়ার স্মিথ রয়েছেন ৯০১ পয়ন্টে। কোহালির পয়েন্ট ৮৮৮। অর্থাৎ স্মিথের থেকে মাত্র ২১ পয়েন্ট দূরে রয়েছেন তিনি। অ্যাডিলেড টেস্টের প্রথম ইনিংসে ৭৪ রান করেছিলেন কোহালি। দ্বিতীয় ইনিংসে অবশ্য ৪ রানের বেশি তিনি করতে পারেননি। প্রথম টেস্টের পর তিনি ২ পয়েন্ট পেয়েছেন। উল্টোদিকে স্মিথ প্রথম ইনিংসে ১ রান এবং দ্বিতীয় ইনিংসে অপরাজিত ১ রান করেন। তাঁর ১০ পয়েন্ট কমে গেছে। আইসিসি র‌্যাঙ্কিংয়ে প্রথম ছয়টি স্থানে কোনও বদল হয়নি।

স্মিথ, কোহালির পর তৃতীয় থেকে ষষ্ঠ স্থান পর্যন্ত আছেন যথাক্রমে কেন উইলিয়ামসন (৮৭৭), মার্নাস লাবুসানে (৮৩৯), বাবর আজম (৭৯৭) ও ডেভিড ওয়ার্নার (৭৮৭)। চেতেশ্বর পূজারা (৭৫৫) এক ধাপ নেমে অষ্টম স্থানে চলে এসেছেন। তাঁকে টপকে বেন স্টোকস (৭৬০) সপ্তম স্থানে চলে এসেছেন। 

Find out more: