বার্সেলোনার হয়ে ৬৪৩ গোল করে শনিবার রাতে পেলেকে স্পর্শ করেছেন লিয়োনেল মেসি। সেই রেকর্ডের জন্য আর্জেন্টাইন তারকাকে অভিনন্দন জানালেন স্বয়ং পেলে। সেই ইনস্টাগ্রাম পোস্টে মেসিকে বার্সেলোনায় থেকে যাওয়ার জন্য পরোক্ষে বার্তাও দিয়েছেন পেলে।

ব্রাজিলিয় কিংবদন্তি Pele লেখেন, "ভালবাসায় আজ হৃদয় আজ ভরে গিয়েছে। এখন পথ বদলানো সত্যিই খুব কঠিন। আমি জানি, তোমার মতো একই জার্সি পরে মাঠে নামার অনুভূতি ঠিক কী করম! ঐতিহাসিক এই নজিরের জন্য তোমাকে অভিনন্দন লিওনেল। তবে সবার আগে তোমাকে অভিনন্দন বার্সেলোনায় তোমায় সুন্দর কেরিয়ারের জন্য। আমাদের যে গল্প। দীর্ঘদিন ধরে একই ক্লাবকে ভালবেসে খেলে যাওয়া। ফুটবলে হয়তো এটা বিরল। তোমার প্রতি অনেক অনেক ভালবাসা রইল মেসি।" 

Find out more: