ভারত অধিনায়ক বিরাট কোহলি (Virat Kohli) হয়তো দুঃস্বপ্নেও ভাবতে পারেননি যে ৩৬ রানে অলআউট হওয়ার চরম লজ্জা নিয়ে দেশে ফিরতে হবে তাঁকে। সূত্রের খবর, রাহানে-পূজারাদের চাঙ্গা করতে পেপ টক দিয়েই মঙ্গলবার দেশে ফেরার উড়ান ধরেন বিরাট কোহলি (Virat Kohli)।  দলের মনোবল বাড়াতে এবং সকলকে চাঙ্গা করতে এই বিশেষ বৈঠক বলে জানা গিয়েছে। 

আপাতত সিডনিতে কোয়ারেন্টিনে রয়েছেন রোহিত। কিন্তু সি়ডনিতে নতুন করে করোনার প্রকোপ বাড়ায় সেখানে তৃতীয় টেস্ট নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। ডেভিড ওয়ার্নারও তড়িঘড়ি সিডনি থেকে মেলবোর্নে চলে এসেছেন। তবে রোহিত আপাতত সিডনিতেই থাকবেন জানিয়ে বোর্ডের ওই সূত্র বলেছে, ‘‘রোহিতের সিডনি ছাড়ার দরকার নেই। ও বায়ো সিকিয়োর পরিবেশে সুরক্ষিত আছে। ভারতীয় বোর্ড এবং টিম ম্যানেজমেন্টও ওর সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে চলেছে। যদি মনে হয়, ওকে সিডনি থেকে সরিয়ে আনা দরকার, তাহলে আমরা সঙ্গে সঙ্গে সেটা করব। কিন্তু এখন ও সিডনিতেই থাকবে।’’ 

Find out more: