অস্ট্রেলিয়ার ওপেনার মাঝেমধ্যেই এমন বলিউড সিনেমার ভিডিয়োতে নিজের মুখ বসিয়ে পোস্ট করেন। ভক্তদের চ্যালেঞ্জ ছুড়ে দেন ছবির নাম বলার জন্য। এবারের ভিডিয়োটিতে দেখা যাচ্ছে একটি মারপিটের দৃশ্য। সেই জন্য পোস্টের তোলায় ওয়ার্নার লিখে দিয়েছেন, ‘দুঃখিত এই হিংস্রতার জন্য। তবে মনে হয় না এইটা আপনারা পারবেন।’ যদিও ভারতীয় দর্শক এবং শাহরুখভক্তরা সহজেই বলে দিয়েছেন সিনেমার নাম।
অস্ট্রেলিয়ার ওপেনার মাঝেমধ্যেই এমন বলিউড সিনেমার ভিডিয়োতে নিজের মুখ বসিয়ে পোস্ট করেন। ভক্তদের চ্যালেঞ্জ ছুড়ে দেন ছবির নাম বলার জন্য। এবারের ভিডিয়োটিতে দেখা যাচ্ছে একটি মারপিটের দৃশ্য। সেই জন্য পোস্টের তোলায় ওয়ার্নার লিখে দিয়েছেন, ‘দুঃখিত এই হিংস্রতার জন্য। তবে মনে হয় না এইটা আপনারা পারবেন।’ যদিও ভারতীয় দর্শক এবং শাহরুখভক্তরা সহজেই বলে দিয়েছেন সিনেমার নাম।