ভারতের বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় ওয়ান ডে ম্যাচের কুঁচকিতে চোট পাওয়ার পর থেকেই মাঠের বাইরে বাঁহাতি অজি ওপেনার। মেলবোর্নে দ্বিতীয় টেস্টেও খেলা হচ্ছে না তাঁর। তাই এবার বলিউড বাদশা শাহরুখ খানের (Shah Rukh Khan) ভূমিকায় অবতীর্ণ হলেন ডেভিড ওয়ার্নার (David Warner)। শাহরুখ খানের ‘ডন ২’ ছবির একটি দৃশ্য নিজের ইনস্টাগ্রামে পোস্ট করেন ওয়ার্নার। রিফেস অ্যাপের মাধ্যমে শাহরুখের জায়গায় নিজের মুখ বসিয়ে নিয়েছেন তিনি। সেই দৃশ্য দেখেই আপ্লূত ওয়ার্নারের ভক্তরা। তাঁদের আবদার এবার বলিউডে আসুন ওয়ার্নার।

অস্ট্রেলিয়ার ওপেনার মাঝেমধ্যেই এমন বলিউড সিনেমার ভিডিয়োতে নিজের মুখ বসিয়ে পোস্ট করেন। ভক্তদের চ্যালেঞ্জ ছুড়ে দেন ছবির নাম বলার জন্য। এবারের ভিডিয়োটিতে দেখা যাচ্ছে একটি মারপিটের দৃশ্য। সেই জন্য পোস্টের তোলায় ওয়ার্নার লিখে দিয়েছেন, ‘দুঃখিত এই হিংস্রতার জন্য। তবে মনে হয় না এইটা আপনারা পারবেন।’ যদিও ভারতীয় দর্শক এবং শাহরুখভক্তরা সহজেই বলে দিয়েছেন সিনেমার নাম। 

Find out more: