
এদিন মেলবোর্নের নেটে বেশ সাবলীল দেখাল তরুণ শুভমান গিলকে (Subhman Gill)। ইঙ্গিত স্পষ্ট. মেলবোর্ন টেস্টে অভিষেক হতে চলেছে তাঁর। তবে পৃথ্বী শয়ের জায়গায় ওপেনিংয়ে নাকি মিডল অর্ডারে তিনি ব্যাট করবেন বিষয়টা এখনও স্পষ্ট নয়। এদিন বিসিসিআই (BCCI) টুইটারে গিলের (Subhman Gill) ব্যাটিংয়ের ভিডিয়ো পোস্ট করেছে। সাবলীল ব্যাটিং করতে দেখা গিয়েছে তরুণ ক্রিকেটারকে। ছবি সৌজন্যে : BCCI