আইএসএলে পর পর দুই ম্যাচ জিতে ছন্দে অ্যান্তোনিও লোপেজ হাবাসের (Antonio Lopez Habas) এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan)। মঙ্গলবার চেন্নাইয়ন এফসি-র (Chennaiyin FC) বিরুদ্ধে জিতে এক ঢিলে দুই পাখি মারতে চাইছে সবুজ-মেরুন ব্রিগেড। জয়ের হ্যাটট্রিক সঙ্গে জিতে বছর শেষ করা।

গতবার চেন্নাইয়িনকে মাটি ধরিয়েই ট্রফি ঘরে তুলেছিলেন হাবাস। এ বার আবার সেই চেন্নাইয়িন? তবে কি এগিয়ে থেকেই মাঠে নামছে এটিকে-মোহনবাগান ব্রিগেড? ধুরন্ধর স্পেনীয় কোচ মানতে চান না। তিনি বলেন, ‘‘আগের বারের টুর্নামেন্টের সঙ্গে এ বারের কোনও মিলই নেই। আগে কী হয়েছে, তা নিয়ে ভাবছি না। আমরা নিজেদের নিয়েই ভাবতে চাই।’’ 

Find out more: