এতদিন পর্যন্ত এই রেকর্ড ছিল শ্রীলঙ্কার মুথাইয়া মুরলীধরনের। মেলবোর্নে প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার ম্যাথু ওয়েডের উইকেট নিয়ে মুরলীধরনকে (Muttiah Muralitharan) স্পর্শ করেছিলেন অশ্বিন (Ravichandran Ashwin)। আর দ্বিতীয় ইনিংসে জোশ হ্যাজেলউডকে (Jos Hazlewood) আউট করতেই মুরলীকে ছাপিয়ে গেলেন তিনি। হ্যাজেলউড (Jos Hazlewood) হলেন অশ্বিনের (Ravichandran Ashwin) ১৯২তম বাঁ হাতি শিকার।

বাঁ হাতিদের আউট করার তালিকায় তৃতীয় বোলার হিসেবে রয়েছেন ইংল্যান্ডের জেমস অ্যান্ডারসন (১৮৬)। এর পরে রয়েছেন গ্লেন ম্যাকগ্রা (১৭২) এবং শেন ওয়ার্ন (১৭২)। ভারতের প্রাক্তন বোলার তথা অধিনায়ক অনিল কুম্বলে ১৬৭ শিকার নিয়ে রয়েছেন ষষ্ঠ স্থানে।

Find out more: